২৭ Jul ২০২৪, শনিবার, ০৯:৫১:৩৯ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৮-০৮-২০২৩
নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু ফাইল ফটো


নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে বন্যা রাণী দাস (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকাল ১০টায় নারায়ণগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন ১০টা ৪০ মিনিটে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় রেলওয়ে পুলিশ।

বন্যা রাণী ফতুল্লা থানার কাশিপুর এলাকার মৃত রণজিৎ দাসের মেয়ে এবং তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার শাল্লা থানা এলাকায় বলে জানা গেছে। রেলওয়ে পুলিশ বলছে, বিষয়টি আত্মহত্যা হতে পারে।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ খান সময় সংবাদকে বলেন, ‘খবর পেয়ে তরুণীর মরদেহ উদ্ধার করে সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিষয়টি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, জানতে চাইলে রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আপাতত ঘটনাটিকে আমরা আত্মহত্যা বলে ধারণা করছি। তবে তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। এ ঘটনায় ঢাকার রেলওয়ে থানায় অপমৃত্যু মামলাসহ যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।