গাছে উঠে পা পিছলে গলায় ফাঁস লেগে আফসার আলী (৪০) নামে এক গাছির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর অনেকক্ষণ যাবৎ গাছেই ঝুলে ছিল তার মরদেহ। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে মরদেহ নামান।
সোমবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে সদর উপজেলার বারঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আফসার আলী নলডাঙ্গা উপজেলার বিপ্রভেল ঘুড়িয়া গ্রামের মৃত জব্বার আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, সোমবার সকালে সদর উপজেলার বারঘরিয়া গ্রামের আরিফ শেখের ডাবগাছ পরিষ্কার করতে ওঠেন আফসার আলী। ডাবগাছের মাথায় কাজ করার সময় হঠাৎ পা পিছলে গাছ থেকে পড়ে যাওয়ার সময় গলায় দড়ির ফাঁস লেগে আটকে যান আফসার। এতে ঘটনাস্থলেই ফাঁস লেগে মারা যান তিনি।
পরে ঝুলে থাকা অবস্থায় লোকজন দেখতে পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসে ফোন করলে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তার মরদেহ গাছ থেকে নামায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, এ ঘটনায় নাটোর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।