২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৬:৫৮:১৫ পূর্বাহ্ন


লালপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ২৫-০৭-২০২৩
লালপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন লালপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন


নাটোরের লালপুরে ধুপইল সরকারী প্রাথমিক বিদ্যলয়ে শিক্ষর্থীদের মাঝে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলা প্রণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতলের বাস্তবায়নে এবং প্রণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপি), প্রণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রণিসম্পদ মন্ত্রণালয়ে সহযোগিতায় ধুপইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন লাইভ স্টেস এবং ডেইরি উন্নয়ন প্রকল্পের ডি পি ডি ড. এ বি এম মুস্তানুর রহমান, উপজেলা প্রণী সম্পদ কর্মকর্তা চন্দন কুমার পাল, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, ধুপইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

উল্লেখ্য প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীকে সপ্তাহে পাঁচদিন এ মিল্ক ফিডিং খাওয়ানো হবে।