২০ মে ২০২৪, সোমবার, ০৮:৫২:৪৩ অপরাহ্ন


বাগাতিপাড়ায় শিক্ষকদের বিক্ষোভ-সমাবেশ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২৩
বাগাতিপাড়ায় শিক্ষকদের বিক্ষোভ-সমাবেশ বাগাতিপাড়ায় শিক্ষকদের বিক্ষোভ-সমাবেশ


নাটোরের বাগাতিপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করনের দাবিতে বিক্ষোভ-মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতি।

বুধবার (১৯ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলা চত্ত্বরে এই কর্মসূচী পালন করা হয়। শুরুতে উপজেলা চত্ত্বরে শিক্ষক-কর্মচারীরা এক মানববন্ধন করে।

পরে তারা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের করে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউএনও কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে।

সমাবেশে উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহাবুব হাকিমের পরিচালনায় বক্তব্য দেন বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  কাইসার ওয়াদুদ বাবর, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।

ওই সমাবেশে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল অংশ নিয়ে শিক্ষক-কর্মচারীদের দাবির সাথে একাত্মতা ঘোষনা করেন এবং বিষয়টি সুরাহা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

পরে ইউএনও কার্যালয়ের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর এক স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।