২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৭:০৯:০৫ পূর্বাহ্ন


দক্ষ জনশক্তি তৈরির লক্ষে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ
লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২৩
দক্ষ জনশক্তি তৈরির লক্ষে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ দক্ষ জনশক্তি তৈরির লক্ষে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ


দক্ষ জনশক্তি তৈরির লক্ষে নাটোরের লালপুরে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাব বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) দুপুরে লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ট্যাব তুলে দেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এ সময় সহকারী কমিশনার(ভূমি) আরাফাত আমান আজিজের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার সা’দ আহমেদ শিবলীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষ্ণপদ সূত্রধর, উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুশান্ত কুমার শীলসহ শিক্ষা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক,ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২৮ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬৮ জন শিক্ষার্থীকে এ ট্যাব বিতরণ করা হয়।