১২ মে ২০২৪, রবিবার, ০৪:১৯:০৩ পূর্বাহ্ন


দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশের যুবারা
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৪-০৭-২০২৩
দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশের যুবারা ছবি: সংগৃহীত


সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের যুবাদের জন্য চতুর্থ ওয়ানডেটি ছিল বাঁচামরার। সেই লড়াইয়ে জিতেই সিরিজে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা যুবদলকে ৪ উইকেট আর ২১ ওভার হাতে রেখে হারিয়েছে স্বাগতিকরা।

মূল কাজটা অবশ্য বোলাররাই করে রেখেছিলেন। ৩৫.২ ওভারে প্রোটিয়াদের ১২৮ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ। ওপেনার গিলবার্ট প্রিটোরিয়াস (৪৩) ছাড়া আর কোনো ব্যাটার সেভাবে দাঁড়াতেই পারেননি স্বাগতিক বোলারদের সামনে।

দক্ষিণ আফ্রিকা যুবদলকে প্রায় একাই ধসিয়ে দিয়েছেন রাফিউজ্জামান রাফি। তিনি ১৮ রান খরচায় নেন ৫টি উইকেট। রিজান হোসেন ৩টি আর ওয়াসি সিদ্দিকী নেন ২টি উইকেট।

জবাব দিতে নেমে ৭৮ রানে ৬ উইকেট হারিয়ে বেশ বিপদে পড়েছিল বাংলাদেশ। তবে এরপর হাল ধরেন আশরাফুর জামান বর্ণ আর মাহফুজুর রাব্বি। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তারা। বর্ণ আর রাব্বি দুজনই অপরাজিত থাকেন সমান ২৫ রান করে।

এর আগে ওপেনার আদিল বিন সিদ্দিক ২৫, ওয়ান ডাউন রিজান হোসেন ২২ আর পাঁচ নম্বর ব্যাটার নাইম আহমেদ করেন ২১ রান। তারপরও চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। বর্ণ-রাব্বির দৃঢ়তায় সেই চাপ উৎড়ে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।