১২ মে ২০২৪, রবিবার, ০৮:৪৯:২৫ পূর্বাহ্ন


পিএসজিতে খেলোয়াড়দের স্বাধীনতা নেই
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৩-০৭-২০২৩
পিএসজিতে খেলোয়াড়দের স্বাধীনতা নেই নেইমার, মেসি ও মার্কো ভেরাত্তি। ছবি: সংগৃহীত


পিএসজিতে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। দলের ইউরোপিয়ান সফলতা না পাওয়ায় এমনিতেই ক্ষুব্ধ ক্লাবটির মালিক নাসের আল খেলাইফি। তার ওপর এমবাপ্পেকে নিয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে বোমা ফাটালেন পিএসজির মিডফিল্ডার মার্কো ভেরাত্তির এজেন্ট দোনাতে ডি কাম্পি।

পিএসজির ইতালিয়ান মিডফিল্ডারের এজেন্ট দোনাতে ডি কাম্পি। তিনি সম্প্রতি সংবাদমাধ্যম রেলেভোকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি দাবি করেন, পিএসজির ফুটবলারদের কোনো স্বাধীনতা নেই। শুধু তা-ই নয়, ফুটবলারদের ব্ল্যাকমেইলও করা হয় ক্লাবে থেকে যাওয়ার জন্য।

রেলেভোকে দেয়া সাক্ষাৎকারে ডি কাম্পি বলেন, ‘প্যারিসে খেলোয়াড়দের কারারুদ্ধ থাকতে হয়। ক্লাব যা চায় সেটাই করতে হবে, নিজের চাওয়ার মূল্য সেখানে নেই। এটা কারাগারের মতো এবং সেখানে আপনাকে ব্ল্যাকমেইল করা হবে।’

তিনি আরও বলেছেন, ‘ভেরাত্তি বার্সেলোনায় যেতে চেয়েছিল। তবে কাতারি আমির (নাসের আল খেলাইফি) তা পছন্দ করেননি। খেলাইফি আমাকে বলেছিলেন, যদি আমি তাকে বার্সায় নিয়ে যাওয়ার চেষ্টা করি, ভেরাত্তি সম্পর্ক (এজেন্টের চুক্তি) ছিন্ন করবে। আমি নিশ্চিত মার্কোও ভয় পেয়েছিল। যদিও সে তা স্বীকার করবে না।’

সেই সাক্ষাৎকারে ডি কাম্পি এটাও বলেছেন, ভেরাত্তিকে বার্সায় জেতে দেননি খেলাইফি। বার্সার প্রেসিডেন্ট তাকে বারবার ফোন করলেও তার উত্তর দিতেন না ক্লাবটির মালিক। ডি কাম্পি বলেন, ‘পিএসজিতে যাওয়ার পর থেকে ভেরাত্তি জেলের মধ্যে ছিল। ভেরাত্তিকে পিএসজি প্রেসিডেন্ট বলেছিল, আমরা নেইমারকে সাইন করছি। তাকে ঘিরেই আমাদের নতুন প্রজেক্ট হবে। বার্সা তোমাকে (ভেরাত্তি) নিতে চাইছে ব্যক্তিগত আক্রোশ থেকে। বার্সার প্রেসিডেন্ট (বার্তামেউ) অসংখ্যবার খেলাইফিকে ফোন করেছেন, তিনি উত্তর দেননি। তাদের সঙ্গে আমার অভিজ্ঞতা খুবই বাজে।’

গত এক দশকে বদলে গিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। এই এক দশকে তারা দলে টেনেছে বড় বড় সব তারকা ফুটবলারকে। তবুও চ্যাম্পিয়ন্স লিগের সাফল্য দেখা পায়নি তারা। তবে এখন তারা নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। বেশকিছু ফুটবলারকে এরই মধ্যে গ্রীষ্মকালীন দলবদলে দলে টেনেছে তারা।