২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৬:৫৩:৫৪ পূর্বাহ্ন


সিংড়ার ডাহিয়া ইউনিয়নে ডিজিটাল হোল্ডিং নম্বর প্লেট স্থাপনের শুভ উদ্বোধন
সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২২-০৬-২০২৩
সিংড়ার ডাহিয়া ইউনিয়নে ডিজিটাল হোল্ডিং নম্বর প্লেট স্থাপনের শুভ উদ্বোধন সিংড়ার ডাহিয়া ইউনিয়নে ডিজিটাল হোল্ডিং নম্বর প্লেট স্থাপনের শুভ উদ্বোধন


নাটোরের সিংড়ায় ডিজিটাল তথ্য সেবা দোরগোড়ায় পৌছে দিতে ডিজিটাল হোল্ডিং নম্বর প্লেট স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহষ্পতিবার সকাল ১০টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের প্রতিটি বাড়িতে হোল্ডিং নম্বর প্লেট স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল মজিদ মামুন।

 এ সময় উপস্থিত ছিলেন এ কাজের স্থানীয় প্রকল্প পরিচালক একে এম আজাদ, সহকারী পরিচালক আশরাফুল ইসলাম সুমন সহ মাঠ কর্মীর দল।

  পরিচালক একে এম আজাদ জানান, ডিজিটাল হোল্ডিং নম্বর প্লেট প্রতিটি বাড়িতেই স্থাপন করা হবে।

  এখানে বাড়ি প্রধানের নাম, ঠিকানা এবং জরুরি সেবা যেমন, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য, কৃষি,ভূমি সহ মোট ১২ টি সেবা মুলক প্রতিষ্ঠানের জরুরি তথ্যের জন্য ফোন নম্বর দেওয়া আছে যা সহজেই একজন সাধারন মানুষ ঘরে বসে এসব তথ্য সেবা গ্রহন করতে পারবে।

  পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন বলেন, ইউনিয়ন পরিষদের তথ্য সেবার কাজে হোল্ডিং নম্বর প্লেট খুবই গুরুত্বপুর্ণ। কাজেই আমি আশা করি এ কাজে সবাই সচেতন হবেন এবং অন্যদের সচেতন করবেন।