২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৪২:১৫ অপরাহ্ন


প্যারিসে ভবনে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২৪
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২২-০৬-২০২৩
প্যারিসে ভবনে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২৪ বিস্ফোরণের পর ওই ভবনে উদ্ধার কাজ শুরু করেছে উদ্ধারকর্মীরা। ছবি: সংগৃহীত


ফ্রান্সের প্যারিসে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন আহত হয়েছেন। বুধবার (২১ জুন) প্যারিসের বাম তীরের একটি ভবনে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিক জানা যায়নি। খবর বিবিসির

প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ সাংবাদিকদের জানিয়েছেন, ঐতিহাসিক ভ্যাল ডি গ্রেস সামরিক হাসপাতালের কাছে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে একটি ভবনের সম্মুখভাগ ধসে পড়েছে। তবে কিভাবে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি।

নুনেজ বলেন, বিস্ফোরণের ঘটনায় ভবন থেকে ২৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

তিনি বলেন, ওই ভবনে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে আছে। তবে পুরোপুরি নিভেনি। ওই ভবনের আশেপাশের এলাকাগুলোও ঘেরাও করে রাখা হয় এবং জরুরী কর্মীরা এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

অ্যারোন্ডিসমেন্টের মেয়র ফ্লোরেন্স বার্থআউট বলেন, বিস্ফোরণটি প্রচণ্ড শক্তিশালী ছিল, এবং ভবনটি থেকে এখনও কাঁচের টুকরো খসে খসে পড়ছে। এ সময় তিনি এ ঘটনায় আহতদের পাশে থাকার কথা জানান।