২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৩:০৬:১৬ অপরাহ্ন


ছয় সন্তানের পর অস্ত্রোপচার! তার পরেও অন্তঃসত্ত্বা গৃহবধূ
সুমাইয়া তাবাস্সুম:
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২৩
ছয় সন্তানের পর অস্ত্রোপচার! তার পরেও  অন্তঃসত্ত্বা গৃহবধূ ছয় সন্তানের পর অস্ত্রোপচার! তার পরেও অন্তঃসত্ত্বা গৃহবধূ


 ছ' বার সন্তানের জন্ম দিয়েছেন ৷ তাই আর যাতে নতুন করে সন্তানসম্ভবা না হয়ে পড়েন, সেই জন্য অস্ত্রোপচার করিয়েছিলেন গৃহবধূ ৷ কিন্তু তার পরেও বাঁধল বিপত্তি৷ অস্ত্রোপচার করানোর পরেও ফের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই মহিলা৷ বাধ্য হয়ে সপ্তম সন্তানের জন্মও দেন তিনি৷ এর পরেই চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন ওই মহিলা৷ ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বারে ৷

জানা গিয়েছে, ৩২ বছর বয়সি ওই মহিলা হরিদ্বারেরই বাসিন্দা৷ তিনি এবং তাঁর স্বামী সপ্তম সন্তানের লালনপালনের জন্য হরিদ্বারের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে দাবি জানিয়ে অভিযোগ করেছেন৷ জেলা ক্রেতা সুরক্ষা দফতরেও অভিযোগ করেছেন তিনি৷ ক্রেতা সুরক্ষা দফতরের পক্ষ থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নোটিসও পাঠানো হয়েছে৷

ওই মহিলার দাবি, ষষ্ঠ সন্তানের জন্মের পরই জেলা হাসপাতালে গর্ভনিরোধক বা লাইগেশন অস্ত্রোপচার করান৷ তার পরেও অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি৷ তাঁর দাবি, এই সন্তানের প্রতিপালনের ভার স্বাস্থ্য দফতরকেই নিতে হবে৷ কারণ, সরকারি হাসপাতালের অস্ত্রোপচার করিয়েও তার সুফল পাননি তিনি৷

এই অভিযোগের নিষ্পত্তি অবশ্য এখনও ঝুলে রয়েছে৷ আগামী ২৮ এপ্রিল দু পক্ষকেই জেলা ক্রেতা সুরক্ষা দফতরের সামনে হাজিরা দিতে বলা হয়েছে ৷