০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:২৩:৩৩ অপরাহ্ন


সিরাজগঞ্জে বিপুল পরিমান গাঁজা-সহ দুই মাদক কারবারি গ্রেফতার, পিকআপ জব্দ
আরিফুল ইসলাম প্রিন্স:
  • আপডেট করা হয়েছে : ১৪-০৪-২০২৩
সিরাজগঞ্জে বিপুল পরিমান গাঁজা-সহ দুই মাদক কারবারি গ্রেফতার, পিকআপ জব্দ সিরাজগঞ্জে বিপুল পরিমান গাঁজা-সহ দুই মাদক কারবারি গ্রেফতার, পিকআপ জব্দ


সিরাজগঞ্জের সলঙ্গা এলাকা থেকে ৪৮ কেজি ৯৬০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এ সময় মাদক বহনকাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। 

শুক্রবার (১৪ এপ্রিল)  ভোর পৌনে ৫টায় সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্তরের দক্ষিণ পাশের পাবনাগামী মহাসড়কের উপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো: নওগাঁ জেলার সাপাহার থানার আনারপুর গ্রামের -মোঃ সাইফদ্দীনের ছেলে মোঃ হামিদুর রহমান (৩২) ও একই এলাকার পিয়ার আলীর ছেলে মোঃ আব্দুল খালেক(৩০)।

শুক্রবার বিকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারীরা জানায়, তারা পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মামলা দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।