০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:৪৭:১৯ অপরাহ্ন


সিরাজগঞ্জে আরএস ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
আরিফুল ইসলাম প্রিন্স (সিরাজগঞ্জ প্রতিনিধি):
  • আপডেট করা হয়েছে : ০৮-০৪-২০২৩
সিরাজগঞ্জে আরএস ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সিরাজগঞ্জে আরএস ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ


সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার রায় দৌলতপুর দক্ষিণ পাড়ায় আর.এস ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) দুপুর ২টায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন, মোঃ সিরাজুল ইসলাম বাবলু (প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লুমিনাস একাডেমি) এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শামীম আহমেদ (ম্যানেজার,ব্রাক)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়নাল আবেদীন মন্ডল (সাবেক ইউপি. চেয়ারম্যান), মোঃ ইলিয়াস সরকার উপদেষ্টা, আর.এস ফাউন্ডেশন ও সাধারণ সম্পাদক, কামারখন্দ উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড)। আরও উপস্থিত ছিলেন, মোঃ জাকারিয়া আকন্দ ও মোঃ রবিউল ইসলাম মন্ডল (প্রচার সম্পাদক, আরএস ফাউন্ডেশন),

দৈনিক সময়ের কাগজ পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি, আরিফুল ইসলাম প্রিন্স। 

উল্লেখ্য যে, আমেরিকা প্রবাসী মোঃ শহিদুল ইসলাম শরীফ ও মোঃ আব্দুস সালাম (রাঙ্গা)'র উদ্যোগে আর.এস ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকে এলাকার গরিব দুস্থ ও অসহায় মানুষের সার্বক্ষণিক পাশে থেকে আসছে।