০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:৪৬:১২ অপরাহ্ন


কলেজ ক্যাম্পাসে বাড়ি, বিএনপি নেতার জেল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-০৪-২০২৩
কলেজ ক্যাম্পাসে বাড়ি, বিএনপি নেতার জেল কলেজ ক্যাম্পাসে বাড়ি, বিএনপি নেতার জেল


সরকারি নির্দেশনার পরও কলেজ ক্যাম্পাস থেকে বাড়ি না সরানোয় সিরাজগঞ্জের চৌহালীতে আনিস শিকদার নামে এক বিএনপি নেতাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আনিস শিকদার উপজেলার চৌবাড়ীয়া গ্রামের বাসিন্দা। তিনি চৌহালী উপজেলা বিএনপির সহ-সভাপতি।  

বুধবার (৫ মার্চ) সকালে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপি নেতা আনিস শিকদার চৌবাড়ীয়া শিকদারপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ভেতরে বাড়ি করেছেন। ওই বাড়ি সরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে নোটিশ করেছিলেন। নোটিশের পরও নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি না সরানোর কারণে মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। রাতেই আনিস শিকদারকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।