২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৮:৩৯:৫৪ অপরাহ্ন


অনলাইনে প্রেম করে বিয়েতে বিচ্ছেদের ঝুঁকি বেশি
ফারহানা জেরিন
  • আপডেট করা হয়েছে : ০৩-০৪-২০২৩
অনলাইনে প্রেম করে বিয়েতে বিচ্ছেদের ঝুঁকি বেশি ফাইল ফটো


অনলাইনে পরিচয় এরপর বিয়ে। ইদানিং অনেকের সম্পর্কই পরিণতি পেয়েছে এভাবে। কিন্তু যুক্তরাষ্ট্রের ম্যারেজ ফাউন্ডেশনের একটি সমীক্ষায় উঠে এসেছে এক অন্যরকম তথ্য। সেখানে বলা হচ্ছে- অনলাইনে পরিচয়ের পর যাদের বিয়ে হয়েছে, তাদের মধ্যে বিচ্ছেদের ঝুঁকি অনেক।

সমীক্ষায় বলা হয়, অনলাইনে পরিচয়ের পর যাদের বিয়ে হয়েছে এমন দম্পতির মধ্যে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা অনেকটাই বেশি। বিয়ের প্রথম ৩ বছরে এই বিচ্ছেদের সম্ভাবনা ১২ শতাংশ।

বিয়ের ৭ বছর পর এমন দম্পতির বিচ্ছেদের সম্ভাবনা বেড়ে দাঁড়ায় ১৭ শতাংশে। অন্যদিকে, যারা অ্যারেঞ্জড ম্যারেজ করেছেন তাদের ক্ষেত্রে বিচ্ছেদের সম্ভাবনা মাত্র ২ শতাংশ। আর ৭ বছর পর বিচ্ছেদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ শতাংশে।

এই সমীক্ষায় অংশ নেন ২০০০ দম্পতি। তাদের সবারই বয়স ছিলো ৩০ এর উপরে। গবেষকরা তাদেরকে জিজ্ঞাসা করেন, দম্পতিরা একে অন্যের সঙ্গে কোথায় ও কীভাবে পরিচিত হয়েছেন।

এ ছাড়াও কর্মক্ষেত্রে প্রেম তারপর বিয়ে করেছেন এমন দম্পতিদের ক্ষেত্রে দেখা গেছে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটার সম্ভাবনা ২৪ শতাংশ। সেখানে অনলাইনে আলাপ হওয়ায় যুগলদের মধ্যে বিচ্ছেদের পরিমাণ ২০ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, অনলাইনে আলাপ হওয়া দম্পতিদের মধ্যে বিচ্ছেদ হওয়ার ঘটনা ঘটার মূল কারণ হলো তারা ‘অপরিচিত’। খুব অল্পদিনের পরিচয়েই তারা একে অন্যকে মন দিয়ে বসেন।

বিয়ের পর দেখা যায় দু’জনের মতামত, দৃষ্টিভঙ্গি কিংবা কার্যক্রম ভিন্ন। এ কারণেই বাঁধে যত বিপত্তি। দীর্ঘদিন অশান্তি ও ঝগড়ার কারণে এক সময় বিচ্ছেদ ঘটে এমন দম্পতিদের মধ্যে।

বিশেষজ্ঞদের মতে, এমন দম্পতিদের মধ্যে বিচ্ছেদের সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে প্রথম ৩ বছরের মধ্যে।