০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:২০:৩৭ অপরাহ্ন


সিরাজগঞ্জে ২০ লক্ষ টাকার হেরোইনসহ গোদাগাড়ীর মাদক কারবারী শামসুল আটক
  • আপডেট করা হয়েছে : ০১-০৪-২০২৩
সিরাজগঞ্জে ২০ লক্ষ টাকার হেরোইনসহ গোদাগাড়ীর মাদক কারবারী শামসুল আটক সিরাজগঞ্জে ২০ লক্ষ টাকার হেরোইনসহ গোদাগাড়ীর মাদক কারবারী শামসুল আটক


সিরাজগঞ্জের সলঙ্গায় ২০ লক্ষ টাকার হেরোইনসহ মাদক কারবারী শামসুল হককে  (৪৫), আটক করেছে র‌্যাব-১২।

শনিবার (১ এপ্রিল) দদুপুর পৌনে ১টায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ফুড ভিলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 


গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ শামসুল হক রাজশাহীর গোদাগাড়ী থানার হরিশংকরপুর কুমারপাড়া গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।  


শনিবার রাতে র‌্যাব-১২, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি জানায়, সে একজন পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

 

গ্রেফতারকৃত মাদক কারবারী শামসুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।