সিরাজগঞ্জের সলঙ্গায় ২০ লক্ষ টাকার হেরোইনসহ মাদক কারবারী শামসুল হককে (৪৫), আটক করেছে র্যাব-১২।
শনিবার (১ এপ্রিল) দদুপুর পৌনে ১টায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ফুড ভিলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ শামসুল হক রাজশাহীর গোদাগাড়ী থানার হরিশংকরপুর কুমারপাড়া গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।
শনিবার রাতে র্যাব-১২, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি জানায়, সে একজন পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক কারবারী শামসুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।