০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:২৯:৩৩ অপরাহ্ন


সিরাজগঞ্জে ৯২ বোতল ফেনসিডিল-সহ মাদক ব্যবসায়ী আটক; মোটরসাইকেল জব্দ
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ৩০-০৩-২০২৩
সিরাজগঞ্জে ৯২ বোতল ফেনসিডিল-সহ মাদক ব্যবসায়ী আটক; মোটরসাইকেল জব্দ সিরাজগঞ্জে ৯২ বোতল ফেনসিডিল-সহ মোঃ জাহাঙ্গীর আলম(২৩) নামের এক মাদক


সিরাজগঞ্জে ৯২ বোতল ফেনসিডিল-সহ মোঃ জাহাঙ্গীর আলম(২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২। এ সময় মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার ভোর পৌনে ৫টায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কর্ড্ডার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কর্ড্ডার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক কারবারি মোঃ জাহাঙ্গীর আলম(২৩), সে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার ঝাড়বাড়ী, (৬নং) ভাতুড়িয়া ইউনিয়নের মোঃ মোকছেদ আলীর ছেলে।

অভিযানটি পরিচালনা করেন, র‌্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম, এর দিক নির্দেশনায় স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার র‌্যাব-১২, সিরাজগঞ্জের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জিজ্ঞাসাবাদে মাদক কারবারি জানায়, সে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।