২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৬:৫৫:১২ পূর্বাহ্ন


স্বর্ণের দাম আবার বাড়ল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০৩-২০২৩
স্বর্ণের দাম আবার বাড়ল ফাইল ফটো


টানাদুই দিন কমানোর পর আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার দাম বাড়ানো হয়েছে ভরিতে ১ হাজার ১৬৬ টাকা। নতুন দামে একভরি ২২ ক্যারেটসোনার দাম পড়বে ৯৭ হাজার ৬২৮ টাকা।

শুক্রবার (২৪ মার্চ) থেকেই সোনার নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (২৩ মার্চ) বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এর আগে গতকাল ঘোষণা দিয়ে বৃহস্পতিবার থেকে সোনার নতুন দাম নির্ধারণ করে বাজুস। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম কমানো হয় ভরিতে ১ হাজার ১৬৭ টাকা।

তার আগে মঙ্গলবার (২১ মার্চ) ঘোষণা দিয়ে বুধবার (২২ মার্চ) ভালো মানের এক ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়। অর্থাৎ দুই দিনে ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা কমানো হয়। তবে এখন আবার দাম বাড়ানো হলো।