২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৬:১২:০৭ অপরাহ্ন


চুল পড়া বন্ধ ও খুশকি দূর হবে, এমন তেল বানাবেন যেভাবে
ফারহানা জেরিন:
  • আপডেট করা হয়েছে : ১৮-০৩-২০২৩
চুল পড়া বন্ধ ও খুশকি দূর হবে, এমন তেল বানাবেন যেভাবে ফাইল ফটো


ঠান্ডা থেকে গরম, আবার কখনও হঠাৎ বৃষ্টি। আবহাওয়ার এই অবস্থায় চুল আর মাথায় থাকতে চাইছে না। আঁচড়াতে গেলেই চুল উঠে হাতে চলে আসছে। যদিও চুল ওঠার জন্য একা আবহাওয়াকে দায়ী করা যায় না। অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপন, কারও কারও ক্ষেত্রে শারীরিক এবং জিনঘটিত সমস্যাও থাকে।

এই সমস্যা থেকে মুক্তি পেতে নানা রকম প্রসাধনী, নামিদামি ব্র্যান্ডের তেল তো ব্যবহার করেছেন। কিন্তু এসেন্সিয়াল অয়েলের গুণে সমৃদ্ধ কোনো তেল ব্যবহার করে দেখেছেন কি?

উপকরণ

১) নারিকেল তেল: ২ টেবিল চামচ

২) কাঠবাদামের তেল: ২ টেবিল চামচ

৩) রোজমেরি অয়েল: ১০ ফোঁটা

৪) ল্যাভেন্ডার অয়েল: ৫ ফোঁটা

পদ্ধতি

১) প্রথমে একটি পাত্রে নারিকেল তেল এবং কাঠবাদামের তেল গরম করে নিন। খেয়াল রাখবেন তেল যেন ফুটতে শুরু না করে।

২) এ বার গ্যাস বন্ধ করে রাখুন কিছু ক্ষণ।

৩) একটু ঠান্ডা হলে ওই তেলের মধ্যে মিশিয়ে দিন রোজমেরি এবং ল্যাভেন্ডার অয়েল।

৪) এ বার একটি পরিষ্কার কাচের পাত্রে ভরে রাখুন। খেয়াল রাখবেন কাচের পাত্রে যেন কোনোভাবেই পানি না লাগে।

৫) গোসলের আগে আধঘণ্টা এই তেল মেখে রেখে দিন। কিছুক্ষণ পর মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।


সূত্র: বোল্ডস্কাই