২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১২:৩২:৫২ অপরাহ্ন


মোহনপুরে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
মোহনপুর প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ১৪-০৩-২০২৩
মোহনপুরে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন মোহনপুরে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন


রাজশাহীর মোহনপুর উপজেলায় ১৪-১৬ তারিখ পর্যন্ত উপজেলা চত্বরে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টার সময় কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে কৃষকদের নিয়ে র‌্যালী ও মেলার উদ্বোধন করা হয়। পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ মোসা. মোস্তাকিমা খাতুন, প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুরের সংসদ সদস্য এমপি আয়েন উদ্দিন। 

তিনি বলেন, সরকার কৃষক বান্ধব সরকার। সরকার কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ দিচ্ছে এবং কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে সার দিচ্ছে। এ সরকারের নির্দেশনা এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। 

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) প্রিয়াংকা দাস, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আলী হাসান মোল্লাসহ এলাকার সুধীজন, কৃষক ও উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার এম.এ.মান্নান।