২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১১:১০:০৭ পূর্বাহ্ন


নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২০ যাত্রী আহত
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২৩
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২০ যাত্রী আহত নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২০ যাত্রী আহত


বগুড়ার আদমদীঘিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে ২০ যাত্রী আহত হয়েছে। রবিবার (৫ মার্চ) বেলা ৩টায় উপজেলার শিবপুর ফায়ার সার্ভিসের সামনে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

আদমদীঘি ফায়ার সার্ভিসের ইনচার্জ রুহুল আমীন জানান, বগুড়া থেকে নওগাঁগামী নোমান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস শিবপুর ফায়ার সার্ভিসের সামনে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি উল্টে খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি।