রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ আইকিউএসি (ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল)-এর উদ্যোগে দুইদিন ব্যপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় আইকিউএসি কনফারেন্স রুমে স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন দপ্তর/বিভাগ/শাখায় কর্মরত ৪২ জন কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ আবদুল গোফফার খান।
বশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েটের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ট্রেজারার হারুনুর রশীদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি সেকশন অফিসার প্রকৌশলী তাসনুভা হুমায়রা। অংশগ্রহণকারী কর্মকর্তাদের অংশগ্রহণে ২দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সার্টিফিকেট প্রদান করা হবে।
রাজশাহীর সময় / এফ কে