২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৫:২৪:২০ অপরাহ্ন


শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে ৮ দফা দাবিতে মানববন্ধন
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৫-০২-২০২২
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে ৮ দফা দাবিতে মানববন্ধন শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে ৮ দফা দাবিতে মানববন্ধন


শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশন- চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের মুজিব মঞ্চের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন, স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি তারিক-ই-নুর জামাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল ইসলাম, মহিলা সম্পাদক খালেদা খাতুন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

এ সময় বক্তারা সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন, করোনায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা, বিশেষ বৃত্তি ব্যবস্থা গ্রহণ, শূন্য পদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষদের বদলির ব্যবস্থা কার্যকর, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দুর্দশা লাঘবে শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ, ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ ৮ দফা দাবি তুলে ধরেন।

এ সময় বক্তারা আরও বলেন, দেশের ৯৪ শতাংশ শিক্ষার্থীই বে-সরকারি বিদ্যালয়ে পড়াশুনা করে। এ অবস্থায় শিক্ষকদের রাস্তায় দাঁড় করিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতারা।

রাজশাহীর সময় / এফ কে