২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৯:১০:২০ পূর্বাহ্ন


বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.৫%
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০২-০২-২০২৩
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.৫% ফাইল ফটো


করোনা-পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধি মন্থর হওয়ায় এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। এ অবস্থায় বহুবিধ সংকটে পড়া বাংলাদেশকে চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যেতে গত সোমবার ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), যার প্রথম কিস্তি দ্রুতই পাওয়া যাবে।

এ নিয়ে আইএমএফ যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাতে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সূচক আকারে তুলে ধরা হয়। এতে দেখা যায়, ২০২২ অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে ৭.২ শতাংশ। আর পূর্বাভাস অনুযায়ী ২০২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে হবে ৫.৫ শতাংশ। ২০২৪ অর্থবছরে আবার বেড়ে হবে ৬.৫ শতাংশ এবং ২০২৫ অর্থবছরে আরো বেড়ে হবে ৭.১ শতাংশ। অর্থাৎ চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কমলেও পরবর্তী অর্থবছরগুলোতে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি অব্যাহতভাবে বাড়বে এবং ক্রমান্বয়ে বর্তমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।