১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৩:৫৮:৩০ অপরাহ্ন


রাজশাহীতে নানা আয়োজনে ঋতুরাজ বসন্ত উদযাপন
মঈন উদ্দীন:
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২২
রাজশাহীতে নানা আয়োজনে ঋতুরাজ বসন্ত উদযাপন রাজশাহীতে নানা আয়োজনে ঋতুরাজ বসন্ত উদযাপন


রাজশাহী মহানগরীতে নানা আয়োজনে ঋতুরাজ বসন্ত উদযাপন করা হচ্ছে। ফুলের দোকান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্র গুলোতে বসন্তের আগমনে সবুজ নগরের প্রকৃতি সেজেছে নতুন সাজে।

ফাগুন হাওয়ায় মাতোয়ারা রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী পদ্মার পাড়সহ নানান জায়গায় নগর জীবনেও ছুঁয়েছে ভালোবাসার রং। সোমবার রাজশাহীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বসন্তের প্রথম প্রহর থেকেই বর্ণিল আয়োজনে শুরু হয় আগুন রাঙ্গা বসন্তকে বরণ।

আগুন রাঙ্গা বসন্তকে নেচে গেয়ে বরন করেছে সকল থেকেই। বেলা বাড়বার সাথে সাথে বেড়ছে উদযাপনের নানান আয়োজন। নগর জীবনের যান্তিকতার কমতি ছিলোনা এতোটুকুও। শহরের রাস্তাঘাটে দেখা মিলেছে বাসন্তিসাজে রমনিদের ঘোরাঘুরি।

এছাড়া রাজশাহী আবৃত্তি পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বসন্ত উপলক্ষে রাজশাহীর বিভিন্ন জায়গায় নানা আয়োজন পালন করা হবে।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় আয়োজকরা কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। আমরা প্রেমের সুষম বণ্টন চাই। কেউ একাধিক নিয়ে থাকবে, কেউ একটাও পাবে না, তা হবে না।