ক্যাম্পাসের ভিতরেই একটি বিল্ডিংয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়ে অঞ্জলি (২২) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে।
শনিবার সকালে তেলেঙ্গানার হায়দরাবাদে এ ঘটনা ঘটে । তিনি আদতে হরিয়ানার বাসিন্দা। ওই ছাত্রী ওসমানিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছেই অবস্থিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ইংলিশ এন্ড ফরেন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটির স্নাতকোত্তরের পড়ুয়া ছিলেন।
শনিবার সকালে ক্যাম্পাসের ভিতরেই হোস্টেলের চারতলা থেকে নীচে ঝাঁপ দেন অঞ্জলি। ঘটনা জানতে পেরেই থানায় খবর দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কী কারণে ওই ছাত্রী আত্মহত্যা করলেন তা স্পষ্ট নয়। পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে পারিবারিক সমস্যার হাত থাকলেও থাকতে পারে। তবে পড়শোনার চাপ, এবং অঞ্জলি মানসিক অবসাদে ভুগছিলেন কিনা সেসব খতিয়ে দেখছে পুলিশ।
অঞ্জলি কোনও সুইসাইড নোট লিখে গেছেন কিনা তা খোঁজার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় এবং থানার তরফে হরিয়ানায় তাঁর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।
ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থানায় এই বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।