১৯ মে ২০২৪, রবিবার, ১০:০০:৩০ পূর্বাহ্ন


অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাদালের বিদায়
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৮-০১-২০২৩
অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাদালের বিদায় ফাইল ফটো


অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই নক্ষত্রপতনের সাক্ষী হলো বিশ্ব। যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে হেরে বিদায় নিয়েছেন ছেলেদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক রাফায়েল নাদাল।

বুধবার (১৮ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে ৬-৪, ৬-৩, ৭-৫ গেমে হেরে বিদায় নিয়েছেন ২২টি গ্র্যান্ডস্লামের মালিক রাফায়েল নাদাল। ২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর এই প্রথম এতো দ্রুত বিদায় নিলেন এই কিংবদন্তি।

কোমরের চোটের কারণে দ্বিতীয় সেটের পর 'মেডিকেল টাইম আউট' নিয়েছিলেন নাদাল। তবে ফিরলেও স্বস্তি অনুভব করছিলেন না। শেষ পর্যন্ত সরাসরি সেটেই হেরেছেন র‍্যাঙ্কিংয়ের ৬৫তম ম্যাকেঞ্জির কাছে। এটাই এবারের আসরের সবচেয়ে বড় অঘটন। হারের পর গ্যালারির দর্শকদের দিকে হাত নেড়ে বিদায় নেন তিনি।

গত মৌসুমে দানিল মেদভেদভের বিপক্ষে ২ সেটে পিছিয়ে পড়ার পর  বিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন নাদাল। এরপর ফ্রেঞ্চ ওপেনেও নিজের সাম্রাজ্য ধরে রাখেন তিনি। উইম্বলডনে দারুণ খেললেও চোটের কারণে সেমিফাইনাল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। আর ইউএস ওপেনে ফ্রান্সেস তিয়াফোর কাছে হেরে বিদায় নিয়েছিলেন চতুর্থ রাউন্ড থেকেই।

এ মৌসুমেও মাত্র দুটি ম্যাচ হেরে এসেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনে। তবে ইনজুরির কারণে ঠিক স্বস্তিতে ছিলেন না। রড লেভার অ্যারেনায় তিনি যখন ম্যাকেঞ্জির বিপক্ষে ধুঁকছিলেন, গ্যালারিতে কাঁদতে দেখা যায় তার স্ত্রীকে। আবেগাপ্লুত হয়ে পড়েন ৩৬ বছর বয়সী তারকার সাপোর্ট স্টাফরাও।

নাদালের পরাজয়ে এখন নোভাক জকোভিচের সামনে দারুণ সুযোগ। ২১টি গ্র্যান্ডস্লামের মালিক অস্ট্রেলিয়ান ওপেন জয় করতে পারলে জায়গা করে নেবেন সর্বোচ্চ গ্র্যান্ডস্লামজয়ী নাদালের পাশে। গত মৌসুমে করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ না করায় তাকে অস্ট্রেলিয়া দেশে প্রবেশ করতে দেয়নি।