২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৫:১৩:৪৯ অপরাহ্ন


এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৩-০২-২০২২
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ


২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফলাফল ঘোষণা করা হয়। 

এসময় প্রধানমন্ত্রী বলেন, আশা করি এ মাসের শেষের দিকে করোনা সংক্রমণ কমে যাবে। সে সময়ই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেবো।

তাৎক্ষণিকভাবে জানা গেছে, রাজশাহী বোর্ডে পাশের হার ৯৭.২৯%, বরিশাল বোর্ডে পাশের হার ৯৫.৭৬%, সিলেট বোর্ডে পাশের হার ৯৪.৮৩%, কুমিল্লাবের্ড পাশের হার ৯৭.৪৯%, দিনাপজপুর বোর্ডে পাশের হার, ৯২.৪৩%, চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৮৯.৩৯%, যশোর বোর্ডে পাশের হার ৯৫.২৬%।

এ অনুষ্ঠান থেকেই ফলাফলের বিস্তারিত গণমাধ্যমকর্মীদের জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

যেভাবে জানা যাবে এইচএসসির ফল

শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে ফল জানতে পারবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

আটটি সাধারণ শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা মোবাইলের মাধ্যমে ফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখবে। এরপর তা ১৬২২২ নম্বরে এসএমএস আকারে পাঠাবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী অংশ নেয়। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও দেশের বাইরের বিভিন্ন কেন্দ্রের খাতা মূল্যায়নে দেরি হয়।

রাজশাহীর সময় / এফ কে