১৯ মে ২০২৪, রবিবার, ০৩:১১:১৫ পূর্বাহ্ন


মোহনপুরে পিতাকে মারধরের অভিযোগে পুত্রকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
মোহনপুর প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ২৫-১২-২০২২
মোহনপুরে পিতাকে মারধরের অভিযোগে পুত্রকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত মোহনপুরে পিতাকে মারধরের অভিযোগে পুত্রকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত


মোহনপুর উপজেলার বৃ-হাটরা গ্রামে পিতাকে মারধর করায় ছেলে কে ১মাসের কারাদন্ড ও নগদ ১০০ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৫শে ডিসেম্বর) পিতা নাজিমুদ্দিন কে ছেলে মাসুদ রানা (৩৫) মারধর করে। পরে ভুক্তভোগী নিকস্থ মোহনপুর থানায় অভিযোগ করেন। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ ভুক্তভোগীর অভিযোগ আমলে নিয়ে দ্রুত আসামিকে বেলা সাড়ে এগারটার দিকে গ্রেফতার করেন।

পরে আসামিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দাস তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ১০০ টাকা অর্থদন্ড করেন।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, আজ আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।