০৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:৫৮:৩৯ পূর্বাহ্ন


টেকনাফে প্রাথমিকের ছাত্রীকে একসঙ্গে দুই ডোজ টিকা!
রাজশাহীর সময় ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২২
টেকনাফে প্রাথমিকের ছাত্রীকে একসঙ্গে দুই ডোজ টিকা! ফাইল ফটো


অনলাইন ডেস্ক: টেকনাফের হ্নীলায় একসঙ্গে দুই ডোজ করোনার টিকা দেয়া হয়েছে হারেছা আক্তার (১২) নামের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে। সে হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মুহাম্মদ শফিকের মেয়ে এবং দারুসসুন্নাহ মাদরাসায় চতুর্থ শ্রেণিতে অধ্যায়ণরত রয়েছে।

শনিবার শকালের দিকে হ্নীলার একটি উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী টিকা কেন্দ্রে ১০ থেকে ১২ বছরের শিশুদের করোনার টিকা দেয়া শুরু হয়। এ সময় শফিকের মেয়ে হারেছা ওই কেন্দ্রে টিকা নিতে যায়। তখন টিকাকর্মীরা হারেছাকে একসাথে দুই ডোজ টিকা পুশ করেন বলে জানা গেছে।

টিকা নেয়া ছাত্রীর মা বলেন, আমার মেয়ে টিকা নিয়ে আসার পর থেকে কান্নাকাটি করছে। শরীরে প্রচুর জ্বর উঠেছে। কোনো সমস্যা হলে সেটা কর্তৃপক্ষকে দায় নিতে হবে।

জানতে চাইলে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিটু চন্দ্র শীল জানান, ভুলে দুই ডোজ টিকা দেয়া হয়ছে। এটা কিছুই হবে না।

সাইড ইফেক্টের কথা জানতে চাইলে তিনি বলেন, কোনো সমস্যা হলে হাসপাতাল কর্তৃপক্ষ দেখবে।

রাজশাহীর সময় / এফ কে