২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০২:২৬:৫৮ পূর্বাহ্ন


শিশুর স্বাদ বদলাবে ব্রকোলির ৩ রেসিপি
ফারহানা জেরিন
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২২
শিশুর স্বাদ বদলাবে ব্রকোলির ৩ রেসিপি ফাইল ফটো


শিশুর খাদ্য তালিকায় ব্রকোলি রাখতে চাইলে স্বাদ ও পরিবেশনে ভিন্নতা আনতে হবে। জেনে নিন ব্রকোলির মজার ৩ রেসিপি...

১. বেকড ব্রকোলিঃ ১৯০ ডিগ্রিতে ওভেন প্রি হিট করে নিন। একটি বড় মোল্ডে ১ চা চামচ মাখন ও ১ চা চামচ অলিভ অয়েল গলিয়ে নিন। টুকরো করে রাখা ব্রকোলি, স্বাদমতো লবণ ও গোলমরিচগুঁড়া দিন।

৫ মিনিট বেক করুন ওভেনে। মোজারেলা চিজের টুকরো ও ক্রিম ছড়িয়ে দিয়ে আরও ৫ মিনিট বেক করে পরিবেশন করুন মজাদার বেকড ব্রকোলি।

২. ডিম ও ব্রকোলির অমলেটঃ ডিম ফেটিয়ে ব্রকোলির টুকরো মিশিয়ে নিন। ছোট টুকরা করবেন। চাইলে টমেটো টুকরো করেও মিশিয়ে নিতে পারেন। অলিভ অয়েল গরম করে ভেজে তুলুন ডিম ও ব্রকোলির অমলেট।

৩. ব্রকোলি নুডলস বা পাস্তাঃ অলিভ অয়েলে ব্রকোলি ভেজে মিশিয়ে নিতে পারেন নুডলস বা পাস্তার সঙ্গে। এজন্য পাস্তা বা নুডলস সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন।

প্যানে অলিভ অয়েল গরম করে ব্রকোলির টুকরা দিন। চাইলে অন্যান্য সবজির টুকরাও দিতে পারেন। স্বাদমতো লবণ, সয়াসস, টমেটো সস দিয়ে ভেজে নিন। শেষে মিশিয়ে নিন সেদ্ধ করে রাখা পাস্তা বা নুডলস।