২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৮:৩৪:১১ অপরাহ্ন


দাফন করতে নেওয়ার সময় মৃতব্যক্তি কী বলে?
ধর্ম ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২২
দাফন করতে নেওয়ার সময় মৃতব্যক্তি কী বলে? ফাইল ফটো


জানাজার নামাজের পর মরদেহ নিয়ে মানুষ কবরস্থানের দিকে রওয়ানা হয়। এ সময় মৃতব্যক্তি তাকে বহনকারী ও সঙ্গীদের উদ্দেশ্য করে কিছু কথা বলে। তার কথাগুলো মানুষ শুনতে পায় না কিন্তু অন্যান্য জীব-জন্তু শুনতে পায়। এ ব্যাপারে হাদিসের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। হাদিসের বর্ণনায় এসেছে-

হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে মানুষেরা তাদের কাঁধে করে নিয়ে যায়, তখন যদি সে (মৃতব্যক্তি) নেককার হয়, তাহলে সে বলে, আমাকে পৌঁছে দাও।

আর যদি বদকার হয়, তাহলে বলতে থাকে, হায় আফসোস! একে কোথায় নিয়ে যাচ্ছে ওরা। মানুষ ছাড়া সবাই তার আর্তনাদ শুনতে পাবে। আর মানুষ যদি তা শুনতো তবে তারা বেহুশ হয়ে পড়েতো।’ (বুখারি)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, মৃতব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করা। তাঁর গুনাহ মাফ ও ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে রোনাজারি করা। যেভাবে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃতব্যক্তির দাফনের পর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেন। হাদিসে পাকে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃতব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়াতেন এবং বলতেন, তোমরা তোমাদের ভাইদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর এবং তার জন্য ঈমানের ওপর অবিচল ও দৃঢ় থাকার দোয়া কামনা কর, কেননা এখনই তাকে প্রশ্ন করা হবে।’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার আত্মীয়-স্বজনসহ সব মুসলমানের জন্য দোয়া করার তাওফিক দান করুন। মৃত সব মুসলমানকে আল্লাহ তাআলা পরকালের সফলতা দান করুন। দুনিয়ায় পরকালের সম্বল গ্রহণ করার তাওফিক দান করুন। আমিন।