২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৩২:২২ অপরাহ্ন


নারীর চার টুকরা লাশ উদ্ধার, পলাতক স্বামী-স্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২২
নারীর চার টুকরা লাশ উদ্ধার, পলাতক স্বামী-স্ত্রী ফাইল ফটো


নগরীর ১নং গোবরচাকা ক্রস রোডের তেঁতুলতলার রাজুর বাড়ির ভাড়া ঘর থেকে অজ্ঞাত (৩০) নামে একটি নারীর চার টুকরা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে ভাড়াটিয়া আবু বক্কার এবং তার স্ত্রী স্বপ্না বেগম পলাতক রয়েছেন।

উদ্ধার হওয়ার লাশটির হাতের কবজি না পাওয়ায় পুলিশ ফিঙ্গার প্রিন্ট নিতে পারেনি।

পুলিশের ধারণা শনিবার গভীর রাতে নারীকে হত্যা করার পর সেটিকে টুকরা করে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

জানা যায়, আবু বক্কার স্থানীয় কদমতলা স্টেশন রোডের আল আকসা কুরিয়ার সার্ভিসের ম্যানেজার এবং তার স্ত্রী স্বপ্না বেগম বেসরকারি প্রিন্স হাসপাতালে নার্স হিসেবে কর্মরত। তারা দুইজন রাজুর বাসার ভাড়াটিয়া।

রোববার সকালে কুরিয়ারের অফিস না খোলায় কয়েকজন আবু বক্কারকে খুঁজতে তার ভাড়া বাসায় আসেন। কিন্তু তার ঘরে তালা দেখে অনেকের সন্দেহ হয়। আবু বক্কার ও তার স্ত্রী দুজনেরই মোবাইল বন্ধ ছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা ৯৯৯ নাম্বারে কল করেন।

পরবর্তীতে সোনাডাঙ্গা থানা পুলিশ, পিবিআইসহ প্রশাসনের একাধিক টিম লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশটির চার টুকরা করা হয়েছে। মাথা, শরীর, হাত এবং কবজি। এগুলো টুকরা টুকরা করে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। তবে নারীর কবজি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়নি।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক রোববার সন্ধ্যায় জানান, লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। তবে ভাড়াটিয়া স্বামী-স্ত্রী পলাতক এবং তাদের মোবাইল বন্ধ। হাসপাতাল থেকে জানানো হয়, ভোর ৫টার পর স্বপ্না তার মায়ের অসুস্থতার কথা বলে বেরিয়ে গেছে। হত্যাকাণ্ডটি গভীর রাতে করা হয়েছে।