২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৩৯:১৩ অপরাহ্ন


নিজেকে বিক্রি করে মাকে বাঁচাতে চান ছেলে
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৮-১০-২০২২
নিজেকে বিক্রি করে মাকে বাঁচাতে চান ছেলে মায়ের পাশে মো. আনোয়ারুল ইসলাম মামুন


নিজেকে বিক্রি করে মায়ের চিকিৎসা করে মাকে বাঁচাতে চান মো. আনোয়ারুল ইসলাম মামুন। তিনি বান্দরবান সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেকে শ্রমিক হিসেবে ১০ বছরের জন্য বিক্রির ঘোষণা দিয়েছেন মামুন। তিনি তার মা খালেদা বেগমকে বাঁচানোর জন্য এই ঘোষণা দেন।

জানা যায়, চার মাস আগে মামুনের মায়ের জরায়ু ক্যানসার শনাক্ত হয়। সেই ক্যানসার ছড়িয়ে পড়ে পুরো শরীরে। বাম পাশের একটি কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ডান পাশের কিডনি চালু রাখতে বসানো হয়েছে পাইপ। সেই সাথে আছে টাইফয়েড। চলছে কেমোথেরাপি।

মায়ের চিকিৎসায় গত চার মাসে খরচ হয়েছে ১৪ লাখ টাকা। বৃদ্ধ পিতার জায়গা-জমি যা ছিল তা-ও শেষ। বেশির ভাগ টাকাই ধার করে সংগ্রহ করা হয়েছে। এখন আর কেউ ধারও দিচ্ছেন না। সহায় সম্বল বলতে আর কিছুই নেই। অর্থসংকটে পড়ে নিজেকে শ্রমিক হিসেবে বিক্রির ঘোষণা দিয়েছেন মামুন।

মামুন বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমতলী পাড়ার মো. নুরুল ইসলামের একমাত্র ছেলে। বৃদ্ধ বাবা আগে কৃষিকাজ করলেও বয়স হয়ে যাওয়ায় এখন আর কাজ করতে পারেন না। পড়ালেখার খরচ জোগাতে জেলা সদরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করত মামুন। মায়ের দীর্ঘ অসুস্থতায় পাশে থাকার কারণে গত এক মাস আগে চাকরিটাও চলে যায়। মামুন বলেন, গত ছয় বছর ধরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছি। লেখাপড়া, ঘরভাড়াসহ মায়ের চিকিৎসা করিয়েছি। বৈধ উপায়ে আমি যে কোনো কাজ করবো। তবে এখনও কোনো কাজের সন্ধান পাইনি। কেউ কিনে নিতে এগিয়ে আসেননি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি তার বাসভবনে ডেকে নিয়ে মায়ের খোঁজখবর নেন এবং ১ লাখ টাকা চিকিৎসার জন্য দেন। এছাড়া বিভিন্নভাবে সহায়তার মাধ্যমে আরো ২৫ হাজার টাকার মতো পেয়েছি। তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মামুন।

এ ব্যাপারে আলীকদম সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, মামুন আমার পরিচিত। সমাজের বিত্তবানদের তার পাশে দাঁড়ানো উচিত বলে তিনি মনে করেন।