সিরাজগঞ্জের সলঙ্গায় ৯৮ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ নাজমুল(১৯) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
সোমবার (১০ অক্টোবর) রাতের প্রথম প্রহর সাড়ে ১২টায় সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামস্থ হাটিকুমরুল গোলচত্তর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী সিরাজগঞ্জ জেলার ঊল্লাপাড়া থানাধীন চরসাত করিয়া গ্রামের মোঃ আছেদ আলীর ছেলে মোঃ নাজমুল।
অভিযান পরিচালনা করেন র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল।
র্যাব জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে জানা যায় সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামস্থ হাটিকুমরুল গোলচত্তরের সামনে রাস্তার উত্তর পার্শ্বে হাজী ইমান আলী মার্কেটের সামনে একজন মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৯৮ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ নাজমুলকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, মাদক কারবারী নাজমুল দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলায় বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।