১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০৬:৩৬:৩০ পূর্বাহ্ন


শ্রীলঙ্কায় সেনা হেলিকপ্টার ভেঙ্গে নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৯-০৫-২০২৫
শ্রীলঙ্কায় সেনা হেলিকপ্টার ভেঙ্গে নিহত ৬ শ্রীলঙ্কায় সেনা হেলিকপ্টার ভেঙ্গে নিহত ৬


সেনার বিশেষ মহড়ার সময় শ্রীলঙ্কায় হেলিকপ্টার ভেঙে পড়ে বায়ুসেনার দুই আধিকারিক এবং চার সেনাকর্মীর নিহত হয়েছেন।

শুক্রবার সকালে দেশের উত্তর-মধ্য অঞ্চলের মাদুরু ওয়ার কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে  জানানো হয়েছে, হেলিকপ্টারটি সেনার বিশেষ ব্রিগেড-এর জন্য মহড়া দিচ্ছিল। সেই সময় ভেঙে পড়ে সেটি।

ড্রোন, ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমান, নজর এড়াতে পারবে না কিছুই! অতন্দ্র প্রহরায় থাকা ‘সুদর্শন চক্র’ কাজ করে কী ভাবে?

জানা গিয়েছে, বায়ুসেনাঘাঁটি থেকে ওড়ার কিছু পরেই বেল ২১২ হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পর সেটি মাদুরু ওয়া এলাকায় ভেঙে পড়ে। হেলিকপ্টারে থাকা ছয় সেনাকর্মীরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। তবে মৃতদের পরিচয় সম্পর্কে কিছু প্রকাশ করেনি তারা।

শ্রীলঙ্কার বায়ুসেনার মুখপাত্র গ্রুপ ক্যাপ্টেন এরান্ডা গিগানাগে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হেলিকপ্টারটি বিশেষ মহড়ায় পাঠানো হয়েছিল। বিশেষ বাহিনীর চার কর্মী এবং বায়ুসেনার দুই আধিকারিকের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা, সে সম্পর্কে কোনও মন্তব্য করেননি বায়ুসেনার মুখপাত্র। তবে সেনার এক সূত্র জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।