১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ০৩:২৩:৩৫ পূর্বাহ্ন


লালপুর যুবদলের মতবিনিময় সভা
লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ১২-০৫-২০২৫
লালপুর যুবদলের মতবিনিময় সভা লালপুর যুবদলের মতবিনিময় সভা


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লালপুর উপজেলা যুবদলের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার রাতে উপজেলার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা যুবদলের আহ্বায়ক আ: সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ  প্রমুখ।