১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১০:২৪:৪৩ পূর্বাহ্ন


আমেরিকা এবং ইরানের চতুর্থ দফার বৈঠক স্থগিত নতুন অশান্তির ছায়া পশ্চিম এশিয়ায়
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৩-০৫-২০২৫
আমেরিকা এবং ইরানের চতুর্থ দফার বৈঠক স্থগিত  নতুন অশান্তির ছায়া পশ্চিম এশিয়ায় আমেরিকা এবং ইরানের চতুর্থ দফার বৈঠক স্থগিত নতুন অশান্তির ছায়া পশ্চিম এশিয়ায়


পরমাণু চুক্তি নিয়ে আমেরিকা এবং ইরানের চতুর্থ দফার বৈঠক স্থগিত হয়ে গেল। শনিবার ইটালির রাজধানী রোমে প্রতিনিধি স্তরের দ্বিপাক্ষিক আলোচনা শুরুর কথা ছিল। কিন্তু ‘কৌশলগত কারণে’ বৈঠক স্থগিত হয়েছে বলে তেহরান জানিয়েছে।

এর আগে গত ২৬ এপ্রিল ওমানের রাজধানী মাস্কটে দু’দেশের তৃতীয় দফার প্রতিনিধি স্তরের আলোচনা হয়েছিল। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পশ্চিম এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের পাশাপাশি দু’পক্ষের বিশেষজ্ঞেরাও ছিলেন ওই বৈঠকে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্ত মেনে তেহরান পরমাণু চুক্তিতে সই না করার বিষয়ে অনড় থাকায় সেই বৈঠক কার্যত নিষ্ফল হয়েছিল।

রাষ্ট্রপুঞ্জের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থা ‘ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি’ (আইএইএ)-র প্রধান রাফায়েল গ্রোসি সম্প্রতি ইরানের বিরুদ্ধে বিধান ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছিলেন। তার পরেই ওয়াশিংটন পরমাণু চুক্তি নিয়ে চাপ বাড়িয়েছিল তার আগে মার্চ মাসে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইকে চিঠি দিয়ে পরমাণু সমঝোতার জন্য চূড়ান্ত সময়সীমা দিয়েছিলেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সরকারের উপর। এই আবহে চতুর্থ দফার দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত হওয়ায় পশ্চিম এশিয়ায় নতুন করে অশান্তির আশঙ্কা দেখা দিয়েছে। ট্রাম্প এর আগেই জানিয়েছেন, চুক্তি সই না করলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ এমনকি, পরমাণু হামলা করতে পারেন তাঁরা।