জেরুসালেমের উপকণ্ঠে ভয়াবহ রূপ নিল দাবানল। দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগুন যে কোনও মুহূর্তে শহরে প্রবেশ করতে পারে বলে সরকার সতর্কতা জারি করেছে। দেশে এত বড় দাবানল এই প্রথম। আগুন নেভাতে আন্তর্জাতিক সাহায্য চেয়েছেন নেতানিয়াহু।
এ দিকে, বুধবার থেকে বালিঝড় শুরু হওয়ায় আবহাওয়া বেশ শুষ্ক এবং বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা হিমশিম খাচ্ছেন। দমকলের ১৫৫টি দল নেমেছে, কাজে লাগানো হয়েছে ১৫টি হেলিকপ্টার। দমকলকে সাহায্য করতে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ। আগুন নেভাতে সাহায্যের জন্য ইটালি এবং ক্রোয়েশিয়া থেকে তিনটি বিমান শীঘ্রই জেরুসালেমে পৌঁছবে, জানায় নেতানিয়াহুর কার্যালয়।
আগুন দ্রুত ছড়ানোর পাশাপাশি, ঘন কালো ধোঁয়ায় এলাকা ঢেকেছে। বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জেরুসালেম থেকে তেল আভিভ যাওয়ার হাইওয়ের পাশের জমি দাউ দাউ করে জ্বলছে। যার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে জেরুসালেম-তেল আভিভ হাইওয়ে-সহ বহু রাস্তা। বুধবার ছিল ইজরায়েলের স্বাধীনতা দিবস। কিন্তু জেরুসালেমে বিধ্বংসী আগুনের জেরে সব শহরেই সেই অনুষ্ঠান বাতিল করে দেয় সরকার।
গত কাল থেকে আজ পর্যন্ত কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দাবানলের জেরে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ম্যাগেন ডেভিড অ্যাডম নামে এক উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, উদ্ধার হওয়া লোকজনের মধ্যে অন্তত ২৩ জনের চিকিৎসা চলছে। যাদের মধ্যে ১৩ জন ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং পুড়ে যাওয়ার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসাধীনদের মধ্যে দু’জন অন্তঃসত্ত্বা মহিলা এবং এক বছরেরও কম বয়সি দুই শিশু রয়েছে।
ইজরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির দাবি করেছেন, দাবানলের পিছনে অগ্নিসংযোগের ঘটনাও থাকতে পারে। পুলিশ পূর্ব জেরুসালেমের দক্ষিণ অংশে একটি মাঠে আগুন লাগানোর চেষ্টা করার সময়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে খবর। তবে ইজরায়েলের দাবানলের নেপথ্যে হামাস যোগেরও দাবি করা হচ্ছে। যদিও ইজরায়েলের এই পরিস্থিতিতে পাশে থেকে সাহায্যের আশ্বাস দিয়েছে প্যালেস্টাইন প্রশাসন। কিন্তু তাদের থেকে কোনও সাহায্য নেওয়া হবে কি না, তা এখনও জানায়নি ইজরায়েল।
অন্য দিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ-ও ইজরায়েলকে সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়ে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন।