১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ০১:২১:৫১ অপরাহ্ন


অর্ধনগ্ন হয়ে মদ্যপ অবস্থায় ট্রেনের সামনে ঝুললো তরুণ!
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২১-০৩-২০২৫
অর্ধনগ্ন হয়ে মদ্যপ অবস্থায় ট্রেনের সামনে ঝুললো তরুণ! অর্ধনগ্ন হয়ে মদ্যপ অবস্থায় ট্রেনের সামনে ঝুললো তরুণ!


পরনে ছোট তোয়ালে, উর্ধ্বাঙ্গ নগ্ন। মদ্যপ অবস্থায় একটি ট্রেনের একেবারে সামনের অংশে উঠে পড়লেন এক যুবক। সেখান থেকে তাঁকে লাঠি দিয়ে আঘাত করার পর ওই অবস্থায় তিনি নেমে বসে পড়েন রেললাইনে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মাহিম রেলস্টেশনে। তরুণের অদ্ভুত কার্যকলাপের ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। 

ইনস্টাগ্রামের ‘চল মুম্বই’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গেছে, মাহিম স্টেশনে লোকাল ট্রেনের একেবারে সামনে এক মাতাল ব্যক্তি লাফিয়ে ক্রু কামরায় উঠে পড়েন। চালক লাঠি দিয়ে আঘাত করে তাঁকে থামানোর চেষ্টা করতেই তরুণ দৌড়ে ট্র্যাকের দিকে নেমে যান । খানিক ক্ষণ ইতিউতি চাইতে শুরু করেন তিনি। তার পর লাইনের উপর বসে পড়ে সেখান থেকে সরতে চাননি তিনি। তাঁর এই কাণ্ডের ফলে ট্রেনটি বহু ক্ষণ ধরে স্টেশনে থমকে দাঁড়িয়ে থাকে। ব্যাহত হয় পরিষেবা।