ঢাকা , সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ , ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার দুর্গাপুরে অবৈধ পুকুর খননের অপরাধে ৬ জনকে আটক ও জরিমানা কুমিল্লায় গোমতী নদীর দুই তীর থেকে অবৈধভাবে মাটি লুট, ঝুঁকিতে বাঁধ ও ফসলি জমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোহনপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি পটিয়ায় ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি শওকত সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাপায় পথচারী নিহত ভিন্ন দেশ–ভাষা পেরিয়ে লক্ষ্মীপুরে ফরাসি তরুণীর সুখী দাম্পত্য রাণীনগরে ১০টি খড়ের পালায় দুর্বৃত্তের আগুন নগরীর পবায় মাদক কারবারী কুলসুম ও চন্দ্রিমা থানায় আরিফ গ্রেফতার রাজশাহী সীমান্তবর্তী এলাকায় শীতার্ত মানুষের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ ঢাকা–১৪ আসনে এমপি পদপ্রার্থী এস এ সিদ্দিক সাজুকে ট্র্যাবের বিশেষ সম্মাননা চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার-৩ সিংড়ায় কলাগাছের ভেলায় মাছ ধরা উৎসব মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে প্রাণ গেল শিশুর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান করছেন গ্রিনল্যান্ডের রাজনৈতিক নেতারা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২

ইলন মাস্ক উন্মাদ হয়ে গেছেন: ট্রাম্প

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৫ ০৪:০১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৫ ০৪:০১:২৯ অপরাহ্ন
ইলন মাস্ক উন্মাদ হয়ে গেছেন: ট্রাম্প ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নতুন কর ও ব্যয় বিল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মধ্যে বাগযুদ্ধ অব্যাহত রয়েছে। এবার ট্রাম্প ইলন মাস্ককে ‘পাগল’ বলে অভিহিত করেছেন এবং সেই সঙ্গে মাস্কের কোম্পানিগুলোর সঙ্গে সরকারের চুক্তিগুলো বাতিল করার হুমকি দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের পেছনে ২৭ কোটি ডলার খরচ করেন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার কর্ণধার ইলন মাস্ক। নির্বাচনে জিতে তার পুরস্কার হিসেবে মাস্ককে নিজের বিশেষ উপদেষ্টা করেন ট্রাম্প।
 
সেই সঙ্গে সরকারের দক্ষতা ও ব্যয় কমানোর লক্ষ্যে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) নামে নতুন বিভাগ খুলে তার প্রধান করেন মাস্ককে। কিন্তু মাত্র চার মাসের মাথায় সেই সম্পর্কে বড় ফাটল দেখা দেয়।
 
নতুন কর ও ব্যয় বিল নিয়ে সেই দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে। মাস্ক ওই ব্যয় বিল বাতিল করার জন্য প্রচারণা চালাতে শুরু করেন। তিনি বলেন, এটা যুক্তরাষ্ট্রের ৩৬ লাখ কোটি ডলারেরও বেশি জাতীয় ঋণ আরও বাড়াবে। মাস্কের এসব সমালোচনা নিয়ে ট্রাম্প প্রাথমিকভাবে চুপই ছিলেন।
 
অবশেষ গত সপ্তাহে সরকারের ডিওজিই প্রধানের পদ থেকে ইস্তফা দেন ইলন মাস্ক। গত বৃহস্পতিবার (৫ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প প্রকাশ্যে টেসলা প্রধানের সমালোচনা করেন। বলেন, ‘ইলন ও আমার মধ্যে দারুণ একটি সম্পর্ক ছিল। সেটি আর থাকবে কিনা আমি জানি না। মাস্ককে নিয়ে তিনি ‘খুবই হতাশ’।
 
এরপর উভয়ের মধ্যে শুরু হয় বাগযুদ্ধ। ট্রাম্প তার সামাজিক যোগাযোমাধ্যম প্লাটফর্ম ট্রুথ সোশ্যালে আর ইলন মাস্ক তার এক্স-এ একে অপরকে আক্রমণ করে কথা বলতে থাকেন। ইলন ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘আমি না থাকলে ট্রাম্প নির্বাচনে জিততে পারতেন না। কেমন অকৃতজ্ঞ।
 
আরেক পোস্টে তিনি বলেন, ট্রাম্পের কর বিল যুক্তরাষ্ট্রকে চলতি বছরের শেষ নাগাদ মন্দার দিকে ঠেলে দেবে। জবাবে ইলন মাস্ককে ‘উন্মাদ’ অভিহিত করে ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, ‘আমাদের বাজেটে অর্থ সাশ্রয় করার (হাজার হাজার কোটি ডলার) সহজতম পথ হচ্ছে ইলনের সঙ্গে সরকারি ভর্তুকি ও চুক্তি বাতিল করা।’
 
ট্রাম্পের এমন মন্তব্যের পর ওয়াল স্ট্রিটের ব্যবসায়ীরা মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাণ কোম্পানি টেসলার শেয়ার ছেড়ে দিতে শুরু করেন। এতে টেসলার শেয়ার দর পড়তে শুরু করে এবং বৃহস্পতিবার দিন শেষে ১৪ দশমিক ৩ শতাংশ পতন ঘটে। এতে কোম্পানিটি ১৫ হাজার কোটি ডলার বাজার মূল্য হারায়। যা টেসলার ইতিহাসে একদিনে সবচেয়ে বড় দরপতন বলে খবরে বলা হয়েছে।
 
শেয়ার বাজার বন্ধ হওয়ার ঘণ্টা বাজার কয়েক মিনিট পর ফের ট্রাম্পকে আক্রমণ করেন ইলন মাস্ক। তিনি এক্স-এ লেখেন, ‘ট্রাম্পকে অভিশংসিত করা উচিত’। যদিও কংগ্রেসের উভয়কক্ষে রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকায় সেই সম্ভাবনা খুবই কম।
 
টেসলার পাশাপাশি মাস্কের ব্যবসার মধ্যে আছে রকেট কোম্পানি ও সরকারি ঠিকাদার স্পেসএক্স আর এর স্যাটেলাইট ইউনিট স্টারলিঙ্ক। মাস্কের মহাকাশ ব্যবসা মার্কিন সরকারের মহাকাশ কর্মসূচীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
 
মাস্ক আরও বলেছেন, ট্রাম্পের হুমকির একটি ফল হিসেবে তিনি স্পেসএক্সের ড্রাগন মহাকাশযান প্রত্যাহার করা শুরু করতে পারেন। বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারী পাঠাতে সক্ষম যুক্তরাষ্ট্রের একমাত্র মহাকাশযান হল ড্রাগন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ