ঢাকা , শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ , ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বলিউডে এবার প্রযোজক শাহিন ভাট আলিয়া ভাটের সঙ্গে ‘ডোন্ট বি শাই’ দিয়ে প্রবেশ জিন কিশোরীর লিঙ্গ পরিবর্তন করেছে দাবি তুলে প্রতারণা! ট্রাম্পের নতুন শুল্ক হুঁশিয়ারিতে কিউবা তেল সরবরাহ নেটওয়ার্কে আন্তর্জাতিক উত্তেজনা ঠাকুরগাঁও প্রাণীসম্পদ অফিসের জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশ ঝাড়ে পুঠিয়ায় নসিমন-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত কর্ণাটকে নববধূর পলায়নের ঘটনায় স্বামী ও ঘটক আত্মহত্যা, বধূ গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার - ২০ নিয়ামতপুরে ছাত্রদল নেতার জামায়াতে যোগদান অতিরিক্ত অ্যালকোহল সেবনে রামেকে ৩ জনের মৃত্যু ! ধোপাঘাটায় উদ্বেগ ও নিরাপত্তা দাবি জামায়াত সরকারে গেলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে খন্দকার আব্দুর রাকিব নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে: ডা. টিপু জনগণ যাদের হাতে নিরাপদ নয়,ক্ষমতায় যাওয়ার পর আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে : ডা.শফিকুর রহমান ফেনীতে পৃথক দুই অভিযানে ফেনসিডিলসহ ৫ মাদক কারবারি গ্রেফতার পুণ্ড্র ইউনিভার্সিটিতে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.০০ প্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা নোয়াখালীতে পাল্টাপাল্টি স্লোগান দিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত ১২ নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেফতার, প্রাইভেটকার জব্দ গণভোটে পক্ষ নেওয়া যাবে না সরকারি কর্মচারীদের, জনপ্রশাসন সিনিয়র সচিব জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের ২০২৬ সালের সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ নির্বাচিত ভারত-বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে ‘নিরপেক্ষ’ অবস্থান কলম্বোর ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র ছাড়ছেন ‘টুয়াইলাইট’ অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট!

২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০১:০৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০১:০৫:৪৯ অপরাহ্ন
২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা
সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর। এখন থেকে মাত্র ২০ হাজার ৫০০ টাকায় দেশে ফেরার সুযোগ পাবেন তারা। প্রবাসী কর্মীদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে বিশেষ এই উদ্যোগ নিয়েছে সরকার। 

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই উদ্যোগের কথা জানানো হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এই বিশেষ ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন প্রবাসী কর্মীরা উপকৃত হবেন, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও বড় ধরনের লাভের মুখ দেখবে।

তিনি বলেন, বিশেষ করে হজ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে আগে একমুখী ফাঁকা ফ্লাইট পরিচালনার যে চর্চা ছিল, এই উদ্যোগের মাধ্যমে সেটিকে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো অতিরিক্ত ১০০ কোটি টাকারও বেশি আয় করার বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই বিশেষ ব্যবস্থায় মদিনা-ঢাকা ও জেদ্দা-ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। আর মদিনা-ঢাকা-মদিনা এবং জেদ্দা-ঢাকা-জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া ৪২ হাজার টাকা। বাংলাদেশে আসার ক্ষেত্রে এই বিশেষ ভাড়া কার্যকর থাকবে ১৮ এপ্রিল ২০২৬ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত। আর বাংলাদেশ থেকে ফেরার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে ৩০ মে ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই পদক্ষেপ গ্রহণের জন্য তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা আরও সহজ করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।’ তবে অতীতের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, ‘অতীতে দেখা গেছে প্রবাসীদের সুবিধায় অনেক ইতিবাচক উদ্যোগ নেওয়া হলেও সঠিক তদারকির অভাবে তা মুখ থুবড়ে পড়েছে। তাই খেয়াল রাখতে হবে, এই উদ্যোগটি যেন শতভাগ কার্যকর থাকে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণভোটে পক্ষ নেওয়া যাবে না সরকারি কর্মচারীদের, জনপ্রশাসন সিনিয়র সচিব

গণভোটে পক্ষ নেওয়া যাবে না সরকারি কর্মচারীদের, জনপ্রশাসন সিনিয়র সচিব