ঢাকা , শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ , ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজশাহী-১ আসনে ঐক্যে ফিরল বিএনপি তৃণমূলে প্রাণচাঞ্চল্য মোহনপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা তানোরে জামায়াত প্রার্থীর গণসংযোগ জামায়াত সরকারে গেলে হিন্দু ভাই বোনেরা মায়ের কোলের মতই নিরাপদ থাকবে- আব্দুর রাকিব সিরাজগঞ্জের পৃথক অভিযানে চুরির আসামী গ্রেফতার ৪ নগরীতে পৃথক অভিযানে গ্রেফতার- ৬, মাদক ও মোটরসাইকেল জব্দ নগরীতে নকল লেবেলযুক্ত ওষুধ মজুদ ও বাজারজাতের অভিযোগে যুবক গ্রেফতার তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীর সময় চত্ত্বরে ৪’শতাধিক বিএনপি নেতাকর্মীকে খিচুড়ি আপ্যায়ণ পাটগ্রামে ট্রেনের ধাক্কায় তরুণ নিহত তারেক রহমানের সফরকে কেন্দ্র করে ‘লাল কার্ড’ দেখালেন রাবি শিক্ষার্থীরা প্রস্রাব চেপে রাখা দীর্ঘদিনের অভ্যাস? শুধু কিডনি নয়, ক্ষতি হচ্ছে গোটা শরীরেরই 'এ দেশে কোনও শিশুই নিরাপদ নয়': ভূমি চ্যাম্পিয়নস লিগে ইংল্যান্ডের জয়জয়কার হার্টের রোগীর জন্য আদর্শ খাবার! ‘স্ত্রীর গলার জোর বেশি হওয়া উচিত, পুরুষের নয়’: রানি সোনার ভরি এখন ২ লাখ ৮৬ হাজার টাকা এবার ৪২ হাজার ৭৭৯ কেন্দ্রে হবে ভোটগ্রহণ সন্ধ্যায় দেশে ফিরছে সাফজয়ী নারী ফুটসাল দল আয়কর রিটার্ন জমার সময় আরও ১ মাস বাড়ল

নির্বাচনে কারও ফাঁদে পা না দিয়ে প্রকৃত তথ্যই তুলে ধরতে হবে, রাজশাহী বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৬:১৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৬:১৪:৩০ অপরাহ্ন
নির্বাচনে কারও ফাঁদে পা না দিয়ে প্রকৃত তথ্যই তুলে ধরতে হবে, রাজশাহী বিভাগীয় কমিশনার নির্বাচনে কারও ফাঁদে পা না দিয়ে প্রকৃত তথ্যই তুলে ধরতে হবে, রাজশাহী বিভাগীয় কমিশনার
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, নির্বাচনে কারও ফাঁদে পা না দিয়ে প্রকৃত তথ্যই তুলে ধরতে হবে এবং সরকার জনগণের কাছে পৌঁছাতে গণমাধ্যমকে মাধ্যম হিসেবে গ্রহণ করে। 

বুধবার সকালে ড. বজলুর রশীদ আজ পদ্মা আবাসিক এলাকার রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বরত সাংবাদিকদের জন্য নীতিমালা ২০২৫ শীর্ষক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন।

বিভাগীয় কমিশনার বলেন, গণমাধ্যমের উপর জনগণের অগাধ আস্থা রয়েছে এবং নির্বাচন সম্পর্কিত সংবাদ পরিবেশনের ক্ষেত্রে জনগণ বিশেষভাবে গণমাধ্যমের দিকে মনোযোগী থাকে। 

তিনি বলেন, নির্বাচনে কে কোথায় কত ভোট পেল, কোন জায়গায় কী পরিস্থিতি, এসব জানতে মানুষ অপেক্ষা করে। সেই তথ্যগুলো সরবরাহের ক্ষেত্রে সাংবাদিকদের সততা ও মান বজায় রাখা প্রয়োজন।

ড. বজলুর রশীদ বলেন, রাজশাহীর সংবাদমাধ্যমগুলো জাতীয় গণমাধ্যমেও গুরুত্বসহকারে সংবাদ প্রচার করছে, যা প্রশংসার যোগ্য। তিনি জানান, দুটি একটি চটকদার সংবাদ দিয়ে আলোচনায় আসা যায়, কিন্তু শেষ পর্যন্ত মাঠে থাকা কঠিন।

তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রতিদিনের কার্যাবলি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন এবং একইভাবে জেলা পর্যায়েও এই ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিভাগীয় কমিশনার কার্যালয়ে একটি মিডিয়া সেল চালুর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে, যার মাধ্যমে বিভাগীয় চিত্রগুলো সাংবাদিকদের সামনে নিয়মিত উপস্থাপন করা হবে।

তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে তথ্য প্রাপ্তির নিশ্চয়তা এবং কর্তৃপক্ষ ও গণমাধ্যমের মধ্যকার দূরত্ব কমানোর প্রতিশ্রুতি দেন। বিভাগীয় কর্মকর্তাদের তরুণ হওয়ায় সাংবাদিকদের সহযোগিতাও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

মতবিনিময় সভায় রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান প্রধান বক্তার চড়বিৎচড়রহঃ উপস্থাপন করেন এবং সভার সভাপতিত্বও করেন।

সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী, উপপরিচালক নাফেয়ালা নাসরীন, সিনিয়র সহকারী কমিশনার মো. জুবায়ের হোসেন প্রমুখ। স্থানীয় পত্রিকার অনুষ্ঠানে সম্পাদকবৃন্দ, টেলিভিশন ও জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিরাও অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পৃথক অভিযানে গ্রেফতার- ৬, মাদক ও মোটরসাইকেল জব্দ

নগরীতে পৃথক অভিযানে গ্রেফতার- ৬, মাদক ও মোটরসাইকেল জব্দ