রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ৫জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নগরীর কাটাখালী, বোয়ালিয়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৭০ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন ও ২ হাজার ১শ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ রমজান আলী (২৫), সে নগরীর কাটাখালী থানার মিরকামারী পশ্চিমপাড়া এলাকার মোঃ শফিউল্লার ছেলে, মোঃ হাবীব (২৩), সে নগরীর বোয়ালিয়া থানার মথুরডাঙ্গা এলাকার মোঃ ভুট্টু শেখের ছেলে, মোঃ আকবর আলী (৮৭), সে নগরীর বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনীর মৃত মেহেরজান শেখের ছেলে, মোঃ আশরাফুল (৪৫), সে নগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার শ্রীখন্ডি এলাকার মোঃ কাবিলের ছেলে, মোঃ উজ্জল হোসেন (৪০), সে নগরীর বোয়ালিয়া থানার দেবিসিং পাড়া এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নগরীর কাটাখালী, বোয়ালিয়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৭০ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন ও ২ হাজার ১শ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ রমজান আলী (২৫), সে নগরীর কাটাখালী থানার মিরকামারী পশ্চিমপাড়া এলাকার মোঃ শফিউল্লার ছেলে, মোঃ হাবীব (২৩), সে নগরীর বোয়ালিয়া থানার মথুরডাঙ্গা এলাকার মোঃ ভুট্টু শেখের ছেলে, মোঃ আকবর আলী (৮৭), সে নগরীর বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনীর মৃত মেহেরজান শেখের ছেলে, মোঃ আশরাফুল (৪৫), সে নগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার শ্রীখন্ডি এলাকার মোঃ কাবিলের ছেলে, মোঃ উজ্জল হোসেন (৪০), সে নগরীর বোয়ালিয়া থানার দেবিসিং পাড়া এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মোঃ মাসুদ রানা রাব্বানী :