ঢাকা , বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ , ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ার ধুনটে মব সৃষ্টি করে দুই পুলিশকে মারপিট, গ্রেফতার ২ বাংলাদেশি টিকটকারদের জন্য দুঃসংবাদ যুবদলনেতা মোস্তা সুখানপুকুর ইউনিয়ন যুবদলের আহবায়ক স্ব-পদে বহাল ৫২ বছরেও অবিবাহিতা, হাঁটুর বয়সি মডেলের সঙ্গে প্রেম! সালমান থেকে হৃতিকের নায়িকা, রেগে গিয়ে সহ অভিনেতার গায়ে হাত তোলেন পূজা? মান্দায় খালের পাড় থেকে পাখি শিকারির লাশ উদ্ধার রাণীনগরে ট্রেন পরিচালকের মৃত্যু গ্রিনল্যান্ড দখলের হুমকিতে ইইউ: কোনও দেশেরই অন্য দেশের ভূখণ্ড দখলের অধিকার নেই মার্কিন ও চীনের নীতি বহুপাক্ষিকতাকে দুর্বল করছে, ম্যাক্রোঁ গ্রিনল্যান্ড ন্যাটোর অংশ হলে উত্তেজনা বহির্বিশ্বে ছড়িয়ে পড়বে, প্রধানমন্ত্রী মুতে বি. এগেদের সতর্কবার্তা “যুক্তরাজ্য চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসে হস্তান্তরের পথে, ট্রাম্প বললেন বোকামি শাহরুখকে ‘কাকু’ বলার জেরে তুর্কি অভিনেত্রী হান্ডে আজেলের সমালোচনা টলিপাড়ার জনপ্রিয় নায়ক-নায়িকার সম্পর্ক নিয়ে গুঞ্জন ঈশ্বরদীতে ট্রাকচাপায় প্রাইভেট পড়ুয়া শিশুর মৃত্যু রাজশাহীতে ব্যতিক্রমী রোদ পোহানো উৎসব অনুষ্ঠিত হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে কুলি শ্রমিকদের স্মারকলিপি নোয়াখালীতে বাস চালানোর আড়াতে ইয়াবা ব্যবসা, চালক গ্রেপ্তার নাটোরের নলডাঙ্গায় থানার সামনে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, ড্রাইভার-ম্যানেজার আটক পত্নীতলায় ট্রাকচাপায় প্রাণ গেলো মা-মেয়ের বাকবিন্ডায় যুবককে ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা, বিএনপি নেতাকে প্রধান আসামি করে মামলা

বগুড়ার ধুনটে মব সৃষ্টি করে দুই পুলিশকে মারপিট, গ্রেফতার ২

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৯:৩৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৯:৩৮:৫৭ অপরাহ্ন
বগুড়ার ধুনটে মব সৃষ্টি করে দুই পুলিশকে মারপিট, গ্রেফতার ২ বগুড়ার ধুনটে মব সৃষ্টি করে দুই পুলিশকে মারপিট, গ্রেফতার ২
বগুড়ার ধুনটে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট চলাকালে মব সৃষ্টি করে ট্রাফিক পুলিশের কাজে বাধা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি চেষ্টায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে।

এক মোটরসাইকেল চালকের কাছে ঘুস নেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ জনতা সোমবার সকালে দুই পুলিশ কনস্টেবলকে মারপিট করেছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে ২২ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান মঙ্গলবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে পুলিশের ঘুস নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।

ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার দুজন হলেন-বগুড়ার ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৫) ও একই উপজেলার চরপাড়া গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে শাহিনুর জামাল গোলাপ (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া ট্রাফিক পুলিশের টিএসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে সোমবার সকালে ধুনট উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে তার সঙ্গে ধুনট থানার কনস্টেবল আবদুল খালেক ও আবদুল হামিদ ছিলেন। চেকপোস্ট থেকে ধুনট-শেরপুর সড়কে চলাচলকারী মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করা হচ্ছিল। বেলা ১১টার দিকে একটি মোটরসাইকেল চালকের হেলমেট না থাকায় তার বিরুদ্ধে টিএসআই আবুল কালাম আজাদ মামলা দেন। একই সময় কনস্টেবল আবদুল খালেক একটি মোটরসাইকেলের গতিরোধ করে চালকের কাছ থেকে এক হাজার টাকা ঘুস নিয়ে তাকে ছেড়ে দেন বলে অভিযোগ উঠে। ঘুস নেওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেন। তারা কনস্টেবল আবদুল খালেক ও আবদুল হামিদকে মারধর করতে থাকেন। এ সময় উত্তেজিত জনতা পুলিশ সদস্যদের ঘেরাও করে রাখেন।

খবর পেয়ে ধুনট থানার এসআই মোস্তাফিজার রহমান ঘটনাস্থলে পৌঁছেন। তিনি প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এদিকে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান মঙ্গলবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার সকালে বগুড়া শহর থেকে আসা টিএসআই আবদুল কালাম আজাদ ট্রাফিক চেকপোস্ট করার জন্য ধুনটের হুকুম আলী বাসস্ট্যান্ডে দায়িত্ব পালন করছিলেন। বেলা ১১টার দিকে দুটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। একটি মোটরসাইকেলের কাগজপত্র ঠিক না থাকায় টিএসআই আবুল কালাম আজাদ মালিককে মামলা দেন। আরেকটি মোটরসাইকেলের কাগজপত্র ঠিক থাকায় কনস্টেবল আবদুল খালেক টিএসআইকে অবহিত করে তাকে ছেড়ে দেন।

তিনি বলেন, সেখানে উপস্থিত মাসুদ রানা ও মুরগি ব্যবসায়ী গোলাপ অভিযোগ তোলেন- কনস্টেবল আবদুল খালেক ঘুস নিয়ে মোটরসাইকেল ছেড়ে দিয়েছেন। এরপর তারা স্থানীয় জনগণকে জড়ো করে মব সৃষ্টি করেন। তারা পুলিশের কাজে বাধা ও আক্রমণ করেন। এতে কনস্টেবল আবদুল খালেক ও আবদুল হামিদ আহত হন। তাৎক্ষণিকভাবে ধুনট থানার এসআই মোস্তাফিজার রহমান উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। আহত দুই কনস্টেবল ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় এসআই মোস্তাফিজার রহমান বাদী হয়ে মঙ্গলবার ধুনট থানায় দুজনের নাম উল্লেখ করে ২২ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে অভিযুক্ত মাসুদ রানা ও শাহিনুর জামান গোলাপকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা দাবি করেন, ধুনটের হুকুম আলী বাসস্ট্যান্ডে পুলিশ চেকপোস্ট থেকে অবৈধভাবে অর্থ আদায় ও জনগণ কর্তৃক পুলিশ কনস্টেবলকে মারধর সংক্রান্ত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে তা সত্য নয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের আলোচনা সভা ও দোয়া

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের আলোচনা সভা ও দোয়া