পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় সোহানুর রহমান রাফি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল প্রায় ৩টার দিকে ঈশ্বরদী–পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর গ্রামের আয়তাল হোসেনের ছেলে। সে কালিকাপুর বাজারের ধানসিড়ি কিন্ডার গার্টেনের প্লে শ্রেণির শিক্ষার্থী।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান জানান, কালিকাপুর বাজারসংলগ্ন একটি বাড়িতে প্রাইভেট পড়া শেষ করে রাস্তার পাশে দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করছিল রাফি। এক পর্যায়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় পাবনার দিক থেকে দাশুড়িয়ামুখী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকসহ চালককে হেফাজতে নেয়। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল প্রায় ৩টার দিকে ঈশ্বরদী–পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর গ্রামের আয়তাল হোসেনের ছেলে। সে কালিকাপুর বাজারের ধানসিড়ি কিন্ডার গার্টেনের প্লে শ্রেণির শিক্ষার্থী।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান জানান, কালিকাপুর বাজারসংলগ্ন একটি বাড়িতে প্রাইভেট পড়া শেষ করে রাস্তার পাশে দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করছিল রাফি। এক পর্যায়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় পাবনার দিক থেকে দাশুড়িয়ামুখী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকসহ চালককে হেফাজতে নেয়। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিনিধি :