ঢাকা , বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ , ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ার ধুনটে মব সৃষ্টি করে দুই পুলিশকে মারপিট, গ্রেফতার ২ বাংলাদেশি টিকটকারদের জন্য দুঃসংবাদ যুবদলনেতা মোস্তা সুখানপুকুর ইউনিয়ন যুবদলের আহবায়ক স্ব-পদে বহাল ৫২ বছরেও অবিবাহিতা, হাঁটুর বয়সি মডেলের সঙ্গে প্রেম! সালমান থেকে হৃতিকের নায়িকা, রেগে গিয়ে সহ অভিনেতার গায়ে হাত তোলেন পূজা? মান্দায় খালের পাড় থেকে পাখি শিকারির লাশ উদ্ধার রাণীনগরে ট্রেন পরিচালকের মৃত্যু গ্রিনল্যান্ড দখলের হুমকিতে ইইউ: কোনও দেশেরই অন্য দেশের ভূখণ্ড দখলের অধিকার নেই মার্কিন ও চীনের নীতি বহুপাক্ষিকতাকে দুর্বল করছে, ম্যাক্রোঁ গ্রিনল্যান্ড ন্যাটোর অংশ হলে উত্তেজনা বহির্বিশ্বে ছড়িয়ে পড়বে, প্রধানমন্ত্রী মুতে বি. এগেদের সতর্কবার্তা “যুক্তরাজ্য চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসে হস্তান্তরের পথে, ট্রাম্প বললেন বোকামি শাহরুখকে ‘কাকু’ বলার জেরে তুর্কি অভিনেত্রী হান্ডে আজেলের সমালোচনা টলিপাড়ার জনপ্রিয় নায়ক-নায়িকার সম্পর্ক নিয়ে গুঞ্জন ঈশ্বরদীতে ট্রাকচাপায় প্রাইভেট পড়ুয়া শিশুর মৃত্যু রাজশাহীতে ব্যতিক্রমী রোদ পোহানো উৎসব অনুষ্ঠিত হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে কুলি শ্রমিকদের স্মারকলিপি নোয়াখালীতে বাস চালানোর আড়াতে ইয়াবা ব্যবসা, চালক গ্রেপ্তার নাটোরের নলডাঙ্গায় থানার সামনে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, ড্রাইভার-ম্যানেজার আটক পত্নীতলায় ট্রাকচাপায় প্রাণ গেলো মা-মেয়ের বাকবিন্ডায় যুবককে ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা, বিএনপি নেতাকে প্রধান আসামি করে মামলা

যৌনাচারে লিপ্ত দেখলেই ‘সানডে–মানডে ক্লোজ’ করে দিতাম: কিলার সম্রাট

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৪:৫৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৪:৫৯:২৮ অপরাহ্ন
যৌনাচারে লিপ্ত দেখলেই ‘সানডে–মানডে ক্লোজ’ করে দিতাম: কিলার সম্রাট যৌনাচারে লিপ্ত দেখলেই ‘সানডে–মানডে ক্লোজ’ করে দিতাম: কিলার সম্রাট
সাভারে সংঘটিত ছয়টি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া ভবঘুরে মশিউর রহমান সম্রাট (ছদ্মনাম) পুলিশের জিজ্ঞাসাবাদে ভয়ংকর ও লোমহর্ষক স্বীকারোক্তি দিয়েছেন। তিনি জানান, কাউকে অনৈতিক যৌনাচারে লিপ্ত অবস্থায় দেখলেই হত্যা করতেন, যাকে নিজের ভাষায় ‘থার্টি ফোর’ বা ‘সানডে–মানডে ক্লোজ’ বলে উল্লেখ করতেন।

সাভার থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, সম্রাট পাগল নন। অতিরিক্ত মাদক সেবনের কারণে তিনি কিছুটা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন। মানুষের জীবন নেওয়াই তার নেশায় পরিণত হয়।

পুলিশ জানায়, মশিউর রহমান সম্রাট তার প্রকৃত নাম নয়। পরিচয় গোপন রাখতে তিনি ছদ্মনাম ব্যবহার করতেন। তাঁর বাড়িও সাভারে নয়। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও অপরাধ সংঘটনের পর সাভারে এসে ভবঘুরে জীবন বেছে নেন তিনি। শিগগিরই তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

হেলাল উদ্দিন জানান, সাভারে আসার পর ওই সিরিয়াল কিলার বেশির ভাগ রাত কাটিয়েছেন সাভার বাসস্ট্যান্ড এলাকার মডেল মসজিদে। ২০২৫ সালের ৪ জুলাই আসমা বেগম নামে এক বৃদ্ধাকে হত্যার পর তিনি সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে আশ্রয় নেন। এরপর থেকে ওই ভবন থেকেই একের পর এক মরদেহ উদ্ধার হতে থাকে। গত পাঁচ মাসে সেখানে পাঁচটি লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ নিয়মিত নজরদারি চালালেও পর্যাপ্ত প্রমাণ না থাকায় সম্রাটকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গত শুক্রবার রাতে নজরদারির অংশ হিসেবে কমিউনিটি সেন্টার পরিদর্শনে গিয়ে পুলিশ একটি কিশোরীকে সম্রাটের বিছানায় শুয়ে থাকতে দেখে। কিশোরী নিজেকে তার বোন দাবি করলেও পরদিন রাতে ওই কিশোরীসহ দুজনকে হত্যা করে মরদেহ পুড়িয়ে দেন সম্রাট।

রোববার দুপুরে মরদেহ উদ্ধার ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে সম্রাটের সম্পৃক্ততা নিশ্চিত হয়। পরে রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি ছয়টি হত্যার দায় স্বীকার করেছেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, খুনি ধরা পড়েছে এবং হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এখন ভিকটিমদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ছাড়া এই ছয় খুন ছাড়াও আরও অপরাধে তার সম্পৃক্ততা থাকতে পারে। বিষয়টি তদন্তাধীন।

বর্তমানে সম্রাট কারাগারে রয়েছে এবং ঘটনাটি সাভারসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের আলোচনা সভা ও দোয়া

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের আলোচনা সভা ও দোয়া