বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বীরজোয়ান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, সহসভাপতি আমিনুল ইসলাম ও স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
এছাড়াও সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলী হাটে ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি আরিফ কাউসার, একেএম খলিলুর রহমান; সহ কোষাধ্যক্ষ গোলাম মোরশেদ, সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ান উদ্দিন, সঞ্চালনা করেন উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক মো. মিলন রেজা।
আলোচনা সভায় জিয়াউর রহমানের কর্মময় রাজনৈতিক জীবন ও অবদান নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বলা হয়, বিশ্বের শ্রম বাজারে বিশেষ অবদান রেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বিভিন্ন দেশ ঘুরে ঘুরে বিশ্বে বাংলাদেশের শ্রম বাজার তৈরি করেন। তলাবিহীন ঝুড়ির দেশ থেকে বাংলাদশকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তর করেন। পাকিস্তানি স্বৈরশাসন থেকে মুক্ত করার স্বপ্ন নিয়ে সর্বপ্রথম চিন্তা করেছিলেন জিয়াউর রহমান। তাঁর ভাষণের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। তাঁর আদর্শ বুকে ধারণ করেই আমাদের এগিয়ে নিতে হবে স্বপ্নের বাংলাদেশকে।
শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, সহসভাপতি আমিনুল ইসলাম ও স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
এছাড়াও সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলী হাটে ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি আরিফ কাউসার, একেএম খলিলুর রহমান; সহ কোষাধ্যক্ষ গোলাম মোরশেদ, সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ান উদ্দিন, সঞ্চালনা করেন উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক মো. মিলন রেজা।
আলোচনা সভায় জিয়াউর রহমানের কর্মময় রাজনৈতিক জীবন ও অবদান নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বলা হয়, বিশ্বের শ্রম বাজারে বিশেষ অবদান রেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বিভিন্ন দেশ ঘুরে ঘুরে বিশ্বে বাংলাদেশের শ্রম বাজার তৈরি করেন। তলাবিহীন ঝুড়ির দেশ থেকে বাংলাদশকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তর করেন। পাকিস্তানি স্বৈরশাসন থেকে মুক্ত করার স্বপ্ন নিয়ে সর্বপ্রথম চিন্তা করেছিলেন জিয়াউর রহমান। তাঁর ভাষণের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। তাঁর আদর্শ বুকে ধারণ করেই আমাদের এগিয়ে নিতে হবে স্বপ্নের বাংলাদেশকে।
শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সবুজ সরকার