ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছেন সাবিনারা বাগদান সম্পন্ন করেছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার রুকু থেকে ওঠার পর যে দোয়া পড়বেন মানিকগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা গণভোট শুধু সরকারের প্রচারণা নয়, সবার দায়িত্ব: জ্বালানি উপদেষ্টা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই গ্রামের পাঁচ নারী দিনমজুর মুন্সীগঞ্জে বসতঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার আয়নাঘরে গুম-নির্যাতন: ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন হুম্মাম কাদের চৌধুরী বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান প্রতিবেশীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় ৫ বছরের ছেলেকে খুন! শীতে সাইনাসের সমস্যায় কষ্ট পাচ্ছেন, ঘরোয়া প্রতিকারেই বশে রাখুন ব্যথা বয়স বা ওজন নয়, বন্ধ্যত্বের সবচেয়ে বড় কারণ রোজের এক অভ্যাস! সেলেনাকে এখনও ভুলতে পারেননি বিবার কাজ ও সম্পর্ক থেকে হঠাৎ অবসর ঘোষণা! নেহা কক্কড়ের চীনে এ যাবৎকালের সর্বনিম্ন জন্মহারের রেকর্ড কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ সংবিধানে বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সবসময় থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা দেশের অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই: অর্থ উপদেষ্টা রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩৯

বর্ণাঢ্য শীতকালীন আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো গ্লেনফেস্ট ২০২৬

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০১:৪৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০১:৪৬:২৯ অপরাহ্ন
বর্ণাঢ্য শীতকালীন আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো গ্লেনফেস্ট ২০২৬ বর্ণাঢ্য শীতকালীন আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো গ্লেনফেস্ট ২০২৬
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের সাতারকুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বহুল প্রত্যাশিত আয়োজন ‘গ্লেনফেস্ট ২০২৬’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই আয়োজন স্কুল ক্যাম্পাসকে পরিণত করে এক আনন্দঘন ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড’-এ। শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় মানুষদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় প্রতিভা, সৃজনশীলতা ও সম্মিলিত আনন্দের এক স্মরণীয় মিলনমেলায়। গ্লেনফেস্ট ২০২৬-এর টাইটেল স্পন্সর ছিল অরা বিডি। এ ছাড়া অন্যান্য স্পন্সর হিসেবে যুক্ত ছিলো  ইউনাইটেড হেলথকেয়ার, স্বদেশ প্রপার্টিজ ও বক্সলাইট। অ্যাকটিভিটি পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে হাইপার প্লেগ্রাউন্ডস। সবার সহযোগিতায় আয়োজনটি পরিণত হয় এক বর্ণাঢ্য ও সফল উৎসবে।

সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে ছিল বিপুল উপস্থিতি। দিনভর নানা ধরনের কার্যক্রম ও প্রতিযোগিতায় অংশ নিয়ে ক্ষুদে শিল্পীরা তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ পায়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘সিপ অ্যান্ড পেইন্ট’ সেশন, যেখানে অভিভাবক-সন্তান জুটি ও একক শিক্ষার্থীরা শিল্পচর্চা ও বিনোদনের আনন্দ উপভোগ করেন। দর্শকদের মাতিয়ে তোলে জনপ্রিয় ব্যান্ড ‘উইথ ইমতিয়াজ’ ও ‘ব্ল্যাক জ্যাং’-এর লাইভ পারফরম্যান্স।

উৎসবের আনন্দে নতুন মাত্রা যোগ করে লাইফ-সাইজ ট্রান্সফরমার (বাম্বলবি) ও আয়রন ম্যান চরিত্রের সঙ্গে ছবি তোলার সুযোগ। কৃত্রিম তুষারপাত পুরো ভেন্যুতে শীতের আবহ তৈরি করে। এছাড়া, হাইপার প্লেগ্রাউন্ডস দর্শনার্থীদের জন্য নিয়ে আসে বাউন্সি ক্যাসল, ইনফ্ল্যাটেবল ফুটবল ফিল্ড ও বাধা অতিক্রমের বিভিন্ন ধরনের খেলাধুলা। 

উৎসবে দর্শনার্থীদের জন্য ছিল ৫০টিরও বেশি খাবার ও শপিং স্টল। স্থানীয় হস্তশিল্প, বই, পোশাক ও নানা ধরনের মুখরোচক দেশীয় খাবারে ভরপুর ছিল এসব স্টল। দিনভর দর্শনার্থীদের ব্যস্ত ও আনন্দে রাখে এই আয়োজন।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অরা বিডি আয়োজিত বহুল প্রতীক্ষিত র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে। এসময় ভাগ্যবান বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।

অনুষ্ঠানের সাফল্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুলের অধ্যক্ষ আনিত অরোরা বলেন, “এ বছরের ‘গ্লেনফেস্ট’ আমাদের স্কুলের আসল প্রাণশক্তিকে ফুটিয়ে তুলেছে। অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের একসঙ্গে এসে সৃজনশীলতা ও পারস্পরিক বন্ধন উদযাপন করা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এই বিষয়টাই অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলেছে।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা