নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে ভাসমান একটি ড্রামের ভেতর থেকে মোহাম্মদ আলী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) সকালে গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয় মনি স্কুলের পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ আলী ভোলার চরফ্যাশন উপজেলার মুন্সিরহাট এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, খালে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতর থেকে পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে। এরপর পিবিআই ইউনিটের সদস্যরা প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করেন।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মোহাম্মদ আলীকে শ্বাসরোধে হত্যা করে গুম করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে করে খালে ফেলে দেয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান চলছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয় মনি স্কুলের পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ আলী ভোলার চরফ্যাশন উপজেলার মুন্সিরহাট এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, খালে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতর থেকে পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে। এরপর পিবিআই ইউনিটের সদস্যরা প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করেন।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মোহাম্মদ আলীকে শ্বাসরোধে হত্যা করে গুম করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে করে খালে ফেলে দেয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান চলছে।
অনলাইন ডেস্ক