রাজধানীর গুলশান এলাকা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাদিয়া রহমান মিম (২৭) নামে ওই নারী গুলশানের কালাচাঁদপুর পশ্চিম পাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শনিবার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের পূর্ববর্তী রিপোর্ট অনুযায়ী, সাদিয়ার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে জখমেরও চিহ্ন পাওয়া গেছে। তবে, কি কারণে বা কারা তাকে হত্যা করেছে, সে সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে নিহত সাদিয়ার দুলাভাই মোহাম্মদ নুরুন্নবী জানান, আমার শ্যালিকার দুটি বিয়ে হয়েছিল। পরের ঘরে কোনো সন্তান ছিল না এবং এক স্বামীর সঙ্গেও আর এখন সম্পর্ক নেই। আমার শ্যালিকা বারের ড্যান্সার ও বিউটি পার্লারকর্মী ছিল। সে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানাধীন মুশুদ্দি পশ্চিমপাড়া এলাকার মৃত শহীদ আলীর মেয়ে। বর্তমানে গুলশানে কালাচাঁদপুরের দোতলায় নুসরাতের সঙ্গে থাকতো। নুসরাতও বারের ড্যান্সার। নিহত সাদিয়ারা এক ভাই ও দুই বোন।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শনিবার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের পূর্ববর্তী রিপোর্ট অনুযায়ী, সাদিয়ার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে জখমেরও চিহ্ন পাওয়া গেছে। তবে, কি কারণে বা কারা তাকে হত্যা করেছে, সে সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে নিহত সাদিয়ার দুলাভাই মোহাম্মদ নুরুন্নবী জানান, আমার শ্যালিকার দুটি বিয়ে হয়েছিল। পরের ঘরে কোনো সন্তান ছিল না এবং এক স্বামীর সঙ্গেও আর এখন সম্পর্ক নেই। আমার শ্যালিকা বারের ড্যান্সার ও বিউটি পার্লারকর্মী ছিল। সে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানাধীন মুশুদ্দি পশ্চিমপাড়া এলাকার মৃত শহীদ আলীর মেয়ে। বর্তমানে গুলশানে কালাচাঁদপুরের দোতলায় নুসরাতের সঙ্গে থাকতো। নুসরাতও বারের ড্যান্সার। নিহত সাদিয়ারা এক ভাই ও দুই বোন।
অনলাইন ডেস্ক